কোচিংয়ের শিক্ষক থেকে খ্যাতনামা অভিনেতা মোশাররফ করিম। তার ছাত্রী ছিলেন রোবেনা জুঁই। পরে ছাত্রী থেকে জুঁই হয়ে গেলেন ঘরনী। এই দম্পতি এরই মধ্যে এক ছাদের নিচে কাটিয়েছেন ২০ বছর। অভিনেতা স্বামীর সঙ্গে থাকতে থাকতে জুঁইও এখন পাকা অভিনেত্রী।
তাদের বিয়ের গল্পটা বেশ মজার। নির্দ্বিধায় এই গল্প বলেন জুঁই। মোশাররফ করিম বন্ধুর সঙ্গে একটা কোচিং সেন্টার পরিচালনা করতেন, পড়াতেনও।
তখন জুঁই দশম শ্রেণিতে পড়েন। প্রি-টেস্ট পরীক্ষার আগে অথবা পরে তিনি সেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। মোশাররফ করিমের কাছে বাংলা সাহিত্য এবং ইংরেজি গ্রামার পড়তেন। এরপর এইচএসসিতেও তিনি ওই কোচিং সেন্টারেই ভর্তি হন। এইচএসসি শেষ করে জুঁইও সেখানে পড়াতে শুরু করেন।
প্রথমে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। শিক্ষক হিসেবে যোগ দেওয়ার এক বছর পর থেকে মূলত ভালো লাগার আদান-প্রদান শুরু হয়। তবে বিয়েটা সহজ ছিল না।
বিষয়টি নিয়ে জুঁই গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ওর পরিবার থেকে তেমন সমস্যা ছিল না। কারণ মোশাররফ এমনিতেই উদাসীন মানুষ। সে সংসার করবে এটা তার পরিবার ভাবতেই পারেনি!’
তিনি আরও বলেন, ‘উদাসীন এমন মানুষটি যখন নিজেই মেয়ে পছন্দ করেছেন তখন পরিবার থেকে আর বাধা আসেনি। ওদিকে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার পরিবারের সুপ্ত ইচ্ছা ছিল- পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাবে। কিন্তু তৃতীয় বর্ষে পড়াকালীন বিয়ের সিদ্ধান্ত নিলাম। আমার এই সিদ্ধান্ত পরিবারকে খুব হতাশ করেছিল। এছাড়া কালচারাল কিছু গ্যাপ ছিল। আমার বাড়ি জামালপুর। মোশাররফ করিমের বাড়ি বরিশাল। সবকিছু মিলিয়ে প্রতিবন্ধকতা ছিল।’
শেষ পর্যন্ত ২০ বছর আগের এমন এক অক্টোবরে দুজনে একই ছাদের নিচে থাকতে শুরু করেন।
এদিকে দুই তারকা দম্পতি বেশ ব্যস্ত নতুন নতুন নাটকে অভিনয় নিয়ে। সাধারণত বিবাহবার্ষিকী উপলক্ষে মোশাররফ করিম-জুঁই বেরিয়ে পড়েন ঘুরতে। নতুন কোনো জায়গায় পালন করেন বিবাহবার্ষিকী।
বিবাহবার্ষিকী উপলক্ষে রোবেনা রেজা জুঁই ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন-
“দুই যুগ একসাথে জীবনের পথ পাড়ি দেওয়া
আর দুই দশক বিবাহিত জীবন যাপন।
একসাথে পথচলাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে।
আর মানুষ অভ্যাসের দাস।
শুভ ২০তম বিবাহ বার্ষিকী মোশাররফ।”
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।
মোশাররফ করিম শুধু একজন দুর্দান্ত অভিনেতাই নন, একাধারে একজন কবি, চিত্রনাট্যকার ও গীতিকার। তবে সব ছাপিয়ে তার অভিনেতা পরিচয়ই সামনে চলে আসে। তার অভিনয় দেখে দর্শক কখনো হেসে গড়াগড়ি খায়, আবার কখনো চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকনা। নিত্য-নতুন চরিত্রে অভিনয় করে জয় করছেন মানুষের মন। মোশাররফ করিম যতটা বড় অভিনেতা ততটাই তিনি সাদামাটা।
অন্যদিকে, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে দর্শকের মাঝে আলাদা একটা অবস্থান করে নিয়েছেন। বর্তমানে তার অভিনয় ও সংসার ঘিরেই সকল ব্যস্ততা।
আরও খবর
‘সাইফুল লাইব্রেরী’ নিয়ে আলোচনায় বৃষ্টি-বাসার
জনপ্রিয় দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি একসঙ্গে বছরের শুরুতেই দর্শককে উপহার দিয়েছেন ‘সাইফুল লাইব্রেরী’ শিরোনামের একটি নাটক। নাটকটি...
গুঞ্জন হচ্ছে সত্যি, বিয়ে করছেন জেফার-রাফসান
দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল...
যে কারণে ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে এত আলোচনা
‘দীর্ঘদিন পর পরিবার নিয়ে দেখার মতো একটা ধারাবাহিক নাটক পেলাম। নাটকটি সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে।’—এটা আমাদেরই গল্প নিয়ে ফেসবুকে লিখেছেন...
তৌহিদ আফ্রিদির বউ কে, রাইসা না রিসা?
[embed]https://www.youtube.com/watch?v=zlT0rNqj0-Q[/embed] আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা যায়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে...
কি খবর দিলেন তিশা (ভিডিও)
[embed]https://www.youtube.com/watch?v=jIq6fmZTRxw[/embed] তানজিন তিশা। নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তিনি। তবে ইদানিং ছোটপর্দার কাজে খুব একটা দেখা মেলে না তার। শোনা যাচ্ছে সিনেমা...
‘মিস বাংলাদেশ’ মুকুট জিতলেন বরিশালের ইচ্ছা (ভিডিও)
[embed]https://www.youtube.com/watch?v=2GihmlASCQk[/embed] ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’ সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছেন বরিশালের মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসি তানভীর ইচ্ছা। ৪ অক্টোবর...
