তানজিম সাইয়ারা তটিনী। জীববিজ্ঞান, রসায়নের মতো জটিল বিষয়গুলোই ভালো লাগত তার। মানুষের সেবা করার ইচ্ছেটাও ছিল প্রবল। তাই ঠিক করেছিলেন, ডাক্তার হবেন। এমনকি গাইনি চিকিৎসক হবেন, এমনটাও ভেবে রেখেছিলেন তিনি। সেই স্বপ্ন বাঁক বদলে কীভাবে অভিনয়ে এসে ঠেকল, ভেবে নিজেও এখন অবাক হন তটিনী।
অভিনয়ে আগ্রহ সম্পর্কে তটিনী বলেন, ‘স্বপ্ন বলেন আর লক্ষ্য বলেন, ছোটবেলা থেকে শুধু ডাক্তারই হতে চেয়েছি। বরিশালে আমার ছেলেবেলা কেটেছে। স্কুল, কলেজও ওখানেই। উচ্চমাধ্যমিকের পর ডাক্তার হওয়ার স্বপ্ন যখন পূরণ হলো না, তখন অনেক খারাপ লেগেছিল। ভাবছিলাম কী নিয়ে পড়া যায়। চাপ কিছুটা কম ভেবে ভর্তি হলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএতে। ভুল অবশ্য ভেঙেছে পরে। বুঝেছি, এই বিভাগেও অনেক পড়ালেখা করতে হয়।’
২০১৯ সালে এক পরিচিত আপুর মাধ্যমে শখের বশেই বিজ্ঞাপনের জন্য অডিশন দিতে গিয়েছিলেন তটিনী। প্রত্যাশা ছিল না, তবে নিজের সেরাটা দিয়েছিলেন। সেখান থেকেই শুরু। একে একে কাজ করে ফেলেছেন বেশি কিছু বিজ্ঞাপনে।
এখন তিনি জাতির ক্রাশ। অনেক তরুণের স্বপ্নের তারকা তিনি। ভক্তদের ভালোবাসা বেশ উপভোগ করেন এই তরুণ অভিনয় শিল্পী।
বললেন, ‘একবার কক্সবাজারে ঘুরছিলাম। হঠাৎ এক দম্পতি “রাফা” নামে ডাকতে শুরু করল। আমি ঠিক বুঝতে পারিনি আমাকেই ডাকছে কি না। পরে কাছে এসে তারা বললেন, “আপনি তো নাটক করেন, তাই না?” তারপর কথা হলো, সেলফি তুললেন।’

বিজ্ঞাপনের বাইরে তটিনীর প্রথম কাজ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির সঙ্গে। চরকির চলচ্চিত্র ‘এই মুহূর্তে’তে আলাদা তিনটি গল্প ছিল। এর মধ্যে পিপলু আর খানের পরিচালনায় ‘কল্পনা’য় অভিনয় করেছেন তটিনী। প্রথিতযশা অভিনয়শিল্পী সারা যাকের ও জাহিদ হাসান ছিলেন তার সহশিল্পী।
শুধু অভিনয়ই নয়, রং, তুলির সঙ্গে কাটে তটিনীর অবসর। নিজের মনের ভাবনাগুলো ক্যানভাসে ফুটিয়ে তোলেন মাঝে মাঝে। এই সৃজনশীল চিন্তা তাকে অভিনয়ে সাহায্য করে। ২০১৯ সালে অভিনয় শুরুর পর অল্প সময়েই বেশ কিছু ভালো কাজ করছেন এই অভিনেত্রী। সাবলীল অভিনয়ের পাশাপাশি তার নজরকাড়া হাসি জয় করেছে দর্শকের মন।
তাই তো কাছের বন্ধুরা ‘সেলিব্রেটি’ বলে খ্যাপায় তটিনীকে। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘বন্ধুরা তো মজা করেই ৷ তবে ওরাই আবার আমার কাজ দেখার জন্য মুখিয়ে থাকে। কখন, কোথায় প্রচার হবে, এসব নিয়ে ওদেরই আগ্রহ বেশি। একটা মজার ঘটনা বলি। এনএসইউ ক্যাম্পাসে আমার কয়েকজন বন্ধু এক দিন হাতে ডায়েরি নিয়ে পাশে এসে দাঁড়াল। বলল, অটোগ্রাফ দিতে। সবাই হাসাহাসি করছিল। এর মধ্যে তাকিয়ে দেখি, একজনের ডায়েরিতে অনেক বড় বড় তারকাদের অটোগ্রাফের কালেকশন। আমি তো হেসেই শেষ। বললাম, এত বড় কেউ তো হইনি।’
অভিনয়ে নিয়ে তিনি বলেন, ‘অত তাড়া নেই আমার। ধীরে ধীরেই এগোতে চাই। বিজ্ঞাপনে কাজ করার পর থেকে টুকটাক অনেক কাজেরই অফার পেয়েছি। তবে সব কাজে মন সায় দেয় না। ভালো গল্প আর ভালো পরিচালকই একটা কাজকে দর্শকপ্রিয় করে তুলতে পারে। সেটা মাথায় রেখে একটু দেখেশুনেই চলতে চাই।’
বাড়ির ছোট মেয়ে তটিনী পরিবার থেকেও যথেষ্ট সাহায্য পান। মিডিয়া নিয়ে অনেকেরই নেতিবাচক মনোভাব থাকে। এরপরও তারা কখনোই বাঁধা দেননি। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি যেটায় আনন্দ পাই, সেটাতেই আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে আমার পরিবার। এটাই আমার বড় শক্তি।’
সময়ের সম্ভাবনাময় অভিনেত্রী তটিনী আরও বলেন, ‘আমার বড় ভাইয়া খুব হেল্পফুল। আমাকে সবরকমের পরামর্শ আর সহযোগিতার জন্য ও আছে। তাই আমার এখনো কোনো সমস্যা হয়নি।’
বর্তমান সময়ে তটিনীর কাজই চোখে পড়ছে দর্শকের। বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে চমৎকার কাজ করে পর্দা কাপাচ্ছেন এই তারকা। অনেকে আবার তটিনীকে তুলোনা করেন মেহেজাবিনের সঙ্গে। কারণ দুজনের চেহারা ও হাসির সঙ্গে বেশ মিল খুঁজে পান তারা।
মোট কথা অল্প সময়ের ক্যারিয়ারে ক্রমেই দ্যুতি ছড়াতে শুরু করেছেন ‘সুহাসিনী’খ্যাত তরুণ এ অভিনেত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মমতাজ বেগমের স্ট্যাটাস নিয়ে হৈচৈ
Next post ঢাকায় চলচ্চিত্র উৎসবে যা বললেন শর্মিলা ঠাকুর
Close

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...

শুভর সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ঐশী (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=smWLYaX1zfg[/embed] কয়েক মাস আগে অর্পিতার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উড়ছে, চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর...

বিয়ে করলেন শিরিন শিলা (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=x8BuTOz3BK8[/embed] ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার। জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মোহাইমিন...