বলিউড কাপল দীপিকা পাডুকোন ও রণবীর সিং। আগামী সেপ্টেম্বরেই এ দম্পতির কোল আলো করে আসছে তাদের প্রথম সন্তান। তার আগেই বেবিবাম্পসহ ফোটোশুটের ছবি প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন তারা।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দীপিকা। এসময় তার পাশে দেখা গেছে স্বামী অভিনেতা রণবীর সিংকে। দুজনে মিলে বিভিন্ন ভঙ্গিতে বেশ আয়েশে ফটোশুট করেছেন।
ছবিতে দেখা গেছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে যতনে জড়িয়ে রেখেছেন রণবীর। ফোটোশুটের জন্য একাধিক পোশাক বেছে নিয়েছেন এ অভিনেত্রী। আর রণবীরের পরনে টি-শার্ট দেখা যায়।
এদিকে ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। মালাইকা আরোরা, বিপাশা বসু, ওরি-সহ একাধিক বলিউড তারকাও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র বলছে, চলতি মাসের ২৮ সেপ্টেম্বর দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলেও জানা গেছে।
তবে এর আগে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছাবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তবে আপাতত আর তেমনটা হচ্ছে না। নিজের প্রথম সন্তানকে ভারতের মাটিতেই স্বাগতম জানাতে চলেছেন এই দম্পতি।
উল্লেখ্য, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে ২০১৮ সালে। ইতালির লেক কোমোয় সেই রাজকীয়-স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা।
‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তার স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে।
দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই সিনেমার শুটিং করেছিলেন অভিনেত্রী। সে সিনেমাতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রেই অভিনয় করেছিলেন তিনি।
আরও খবর
তামান্নার ‘আজ কি রাত’র বাজিমাত
বলিউডের আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু গানে নিজের যোগ্যতা প্রমাণ করে এই দক্ষিণী নায়িকা এখন...
যে শর্তে ডন করবেন শাহরুখ খান
জনপ্রিয় বলিউড ছবি ‘ডন’-এর পরবর্তী কিস্তিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা ছিল। সেভাবেই চলছিল প্রস্তুতি। কিন্তু শেষ মুহূর্তে এসে ‘ডন থ্রি’...
গুঞ্জন হলো সত্যি: বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল
দক্ষিণ ভারতের অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিলো। বছরের মাঝামাঝি শোবিজ অঙ্গন সরগরম...
মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেম, মুখ খুললেন অভিনেতা শুভাশিস মুখার্জি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ও ভিডিওতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে দেখা গেছে অভিনেতা প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে। সৈকতে...
৮৩ বছরেও তরুণ অমিতাভ
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বয়স আশির চৌকাঠ পার করেছে। অথচ আজও ক্লান্তিকে ধারে কাছে ঘেঁষতে দেন না তিনি। যুগ যুগ...
সিনেমা হলে ফ্লপ, ওটিটিতে বাজিমাত
মরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত কোর্টরুম ড্রামা ‘হক’ প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য পায়নি। গত বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি...
