আবারও বিয়ে করলেন মডেল-অভিনেত্রী, কণ্ঠশিল্পী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম ড. হাসান আজাদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। হাসান আজাদ কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন।
গতস বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২৭ জানুয়ারি হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত।

বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে স্বাগতা লিখেছেন, ‘২৪ জানুয়ারি আমরা বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ।’ তারপর থেকে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।
স্বাগতা জানান, তার বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। অভিনেত্রী বলেন, ‘তিনি আমাদের পরিবারের খুব কাছের একজন মানুষ। তার মতো একজনকে এই দিনে অভিভাবক হিসেবে পেয়ে ভালো লেগেছে।’
এটি স্বাগতার দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী সংসার পেতে ছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে। পরে একটা সময় দুজনের মধ্যে বোঝাপড়ার সমস্যা হলে বিবাহ বিচ্ছেদের পথ বেছে নেন দুজন। তারপর থেকে নিজের মতো জীবনযাপন করছিলেন স্বাগতা। বছরখানেক একা থাকার পর আবার সংসারী হওয়ার কথা ভাবেন তিনি।
স্বাগতা বলেন, ‘গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের কথা, আমার এক বান্ধবী আমাকে ঢাকার একটি ক্লাবে নিয়ে গিয়েছিল। ওখানে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। বান্ধবীর এক বন্ধু ছিল হাসানের কাজিন। ওখানে হাসান ছিল। এরপর অনেক দিন দেখা ছিল না আমাদের। নভেম্বরে আবার দেখা। দেখা হলে বুঝতে পারি, সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। এরপর ভাবলাম, না ঠিক আছে। তবে বান্ধবীর কিন্তু মোটেও উদ্দেশ্য ছিল না হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।’
হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। তিনি গানও করেন। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন এই অভিনেত্রী।
হাসান আজাদকে পছন্দ করা প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমি আসলে সেভাবে বুঝি নাই। ও-ই আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। এরপর আমি নিজেও যখন ভাবছিলাম বিয়ে করব। পাত্রও খুঁজছিলাম। পরে জানতে পারি, হাসানও পাত্রী খুঁজছে। ইউকে থেকে বাংলাদেশে এসেছে অনেক বছর পর। কথা বলতে বলতে জীবনের অনেক কিছু জানতে পারলাম। বুঝলাম, হাসান সংসার করতে চায়।’
জীবনসঙ্গী হিসেবে ড. হাসান আজাদকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে স্বাগতা বলেন, ‘মানুষ হিসেবে হাসান অনেক ভালো, পরিষ্কার মনের মানুষ। কোনোরকম ভনিতা নেই তার মধ্যে। খারাপকে খারাপ বলবে, ভালোকে ভালো বলবে; যা সবাই পারে না।’
স্বাগতা বলেন, ‘বুঝতে পারি, আমিও সংসার করতে চাই। আমাদের দুজনের আর্টিস্টিক ভিউ অনেক মিলে যায়। হি ইজ অ্যান আর্টিস্ট, এটা যেমন ভালো লেগেছে, তেমনি হি ইজ অ্যান একাডেমিক, এটাও ভালো লেগেছে। আমি ছোটবেলা থেকে লেখক পরিবেশে বেড়ে উঠেছি। একটা সময় বুঝতে পারি, হাসান আমার কাজ অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে। আমি কাজ করতে অনেক ভালোবাসি, এটাতে সমর্থন আছে জানতে পারাটা ছিল অনেক ভালো লাগার।’
তিনি আরও জানান, হাসান আজাদের মা মাস পাঁচেক আগে মারা গেছেন। বাবা আরও আগে মারা যান। পরিবারের মধ্যে এখন একমাত্র বোন বেঁচে আছেন।
স্বাগতা বলেন, ‘হাসান কিন্তু প্রথমে জানত না, আমি সেলিব্রিটি। ওর আমাকে এমনিতেই পছন্দ হয়েছে। তারকা জানার পর সে তো সুপার এক্সাইটেড।’
নিজেদের সম্পর্ক নিয়ে স্বাগতা বলেন, ‘খুব যে প্রেম–ভালোবাসা, ব্যাপারটা তা নয়। আমি মনে মনে ঠিকঠাক একজন জীবনসঙ্গী খুঁজছিলাম। এমন কেউ, যার সঙ্গে বাকি জীবন পার করে ফেলা যায়। এমন সময় ওর সঙ্গে পরিচয়। ভাবলাম, দেখি যদি মনের মিল হয়। ও গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করে, আমি গাই। আসলে মিউজিক আমাদের বেঁধে ফেলল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post জোভানের বিবাহোত্তর সংবর্ধনা হলো কোথায় (ভিডিও)
Next post রেস্তোরাঁ ব্যবসায় নামলেন সানি লিওন
Close

যে কারণে ইরানে জয়া আহসান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই...

ঢাকায় চলচ্চিত্র উৎসবে যা বললেন শর্মিলা ঠাকুর

পর্দা উঠেছে ২২তম ঢাকা চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে শনিবার (২০ জানুয়ারি) বিকালে পর্দা ওঠে এই উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মুখ...

বিয়ে করেছেন মডেল পল্লব

১১ বছর প্রেম করার পর প্রিয় মানুষকে বিয়ে করলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। তার স্ত্রীর নাম ওয়াহিদা রাহী। পারিবারিক আয়োজনে গত বছরের ১৩ জুলাই...

কলকাতায় বুবলী

গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলী। বর্তমানে ব্যক্তিগত জীবনের সেইসব আলোচনা দূরে সরিয়ে ক্যারিয়ার নিয়েই ব্যস্ত...

দুই বাংলায় একই দিনে মোশাররফ করিমের ‘হুব্বা’

জনপ্রিয় মোশাররফ করিম দক্ষ অভিনেতা হিসেবে ইতিমধ্যে দেশের গণ্ডি ছাড়িয়ে কলকাতাও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। সেখানেও চুটিয়ে কাজ করেছেন তিনি। আগামী ১৯ জানুয়ারি দুই বাংলায়...