ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। বহু আগেই তার সংসার ভেঙেছে। তবে তার আগে স্বামী এবং মেয়ে তানিশাকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন তিনি। ২০০৬ সাল পর্যন্ত সেখানেই ছিলেন এই নায়িকা। এরপর সাংসারিক জীবনে বিচ্ছেদ ঘটে নায়িকার।
সেই বিচ্ছেদের পরের সময়টা লড়াই করেই কাটাতে হয় নিপুণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দিনগুলোর কথা জানিয়েছেন তিনি। নিপুণের ভাষায়, বিচ্ছেদের পর আশ্রয় নিতে হয়েছিল বোনের বান্ধবীর বাসায়। সেখানে একটি স্বর্ণের দোকানে কাজও করেছেন তিনি।
নিপুণ বলেন, ‘২০০৬ সালে বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রে আপুর বান্ধবীর বাসায় থেকেই একটি চাকরি খুঁজতে থাকি আমি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পেয়ে যাই। সপ্তাহে দু’দিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি সেখানে। পরে বড় একটি কফি শপে চাকরি পাই।’
নিপুণ বলেন, ‘আমার তখনকার কাজের সেই অভিজ্ঞতা বর্তমানে আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।’
নিপুণকে বর্তমানে বেশ সফলই বলা যায়। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেরও দেখভাল করেন তিনি। বর্তমানে টিউলিপ নামের একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই নায়িকা।
উল্লেখ্য, নিপুণের আসল নাম নাসরিন আক্তার নিপুণ। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন তিনি। ২০০৭ সালে সাজঘর সিনেমার জন্য সেরা অভিনেত্রী এবং ২০০৯ সালে চাঁদের মত বউ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে দু’বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
উচ্চমাধ্যমিকের পর তিনি ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মস্কোতে কত্থক নৃত্য শিখেছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান।
নিপুন ২০০৬ সালে ‘রত্নগর্ভা মা’ সিনেমায় অভিনয় করেন, তবে তা আজও মুক্তি পায়নি।
তিনি ২০১৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিষিক্ত হন।
তার উল্লেখযোগ্য সিনেমা হলো- শাহিন কবির টুটুলের ‘এইতো ভালবাসা’, রকিবুল আল রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি’, অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘অন্তর্ধান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩ সিনেমা
Next post বিয়ে করলেন জোভান, পাত্রি কে?
Close

যে কারণে ইরানে জয়া আহসান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই...

ঢাকায় চলচ্চিত্র উৎসবে যা বললেন শর্মিলা ঠাকুর

পর্দা উঠেছে ২২তম ঢাকা চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে শনিবার (২০ জানুয়ারি) বিকালে পর্দা ওঠে এই উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মুখ...

বিয়ে করেছেন মডেল পল্লব

১১ বছর প্রেম করার পর প্রিয় মানুষকে বিয়ে করলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। তার স্ত্রীর নাম ওয়াহিদা রাহী। পারিবারিক আয়োজনে গত বছরের ১৩ জুলাই...

কলকাতায় বুবলী

গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলী। বর্তমানে ব্যক্তিগত জীবনের সেইসব আলোচনা দূরে সরিয়ে ক্যারিয়ার নিয়েই ব্যস্ত...

দুই বাংলায় একই দিনে মোশাররফ করিমের ‘হুব্বা’

জনপ্রিয় মোশাররফ করিম দক্ষ অভিনেতা হিসেবে ইতিমধ্যে দেশের গণ্ডি ছাড়িয়ে কলকাতাও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। সেখানেও চুটিয়ে কাজ করেছেন তিনি। আগামী ১৯ জানুয়ারি দুই বাংলায়...