ইউফোরিয়া তারকা সিডনি সুইনি ব্যক্তিগত জীবনের কিছু দারুণ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন, যা তার সাম্প্রতিক জিনস বিতর্কের আবহ থেকে একেবারেই আলাদা।

২৭ বছর বয়সি এ অভিনেত্রী রোববার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে তার জার্মান শেফার্ড কুকুর স্কালির নতুন কিছু আদুরে ছবি প্রকাশ করেন। ছোট্ট পাপুর মতো প্রথম যেদিন তিনি স্কালিকে পরিচয় করিয়েছিলেন, আজ সে অনেক বড় হয়ে গেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে স্কালি বাইরে বসে আছে, জিহ্বা বের করে মুখ মুচকি হাসি এবং মুগ্ধতা ছড়ানো চোখে তাকিয়ে আছে। অনুরাগীরাও খুশি হলেন সিডনির ব্যক্তিগত জীবনের বিরল এক ঝলকে।

গত কিছুদিন ধরে ব্যক্তিগত জীবন গোপন রাখছেন সিডনি। তাই এ ধরনের ভিন্নধর্মী আপডেটে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় বেশ উৎসাহ প্রকাশ করেছেন। সিডনির এই পোস্ট প্রকাশের কয়েক দিন আগেই জনপ্রিয় সংগীত ম্যানেজার স্কুটার ব্রাউনের (৪৪) সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

দ্য স্টার জানায়, ব্রাউন তার বন্ধুদের সঙ্গে এ সম্পর্কে কথা শেয়ার করেছেন। তবে সিডনি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

এছাড়াও সম্প্রতি আমেরিকান ঈগল ব্র্যান্ডের নতুন ক্যাম্পেইন নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। ব্র্যান্ডটির শরৎকালীন সংগ্রহ প্রচার করতে ব্যবহৃত ক্যাম্পেইনের স্লোগান ছিল, ‘সিডনি সুইনির দারুণ জিন্স’, যা ছিল ‘দারুণ জিন’ শব্দযুগল নিয়ে অনেকটা কৌতুকের মত।

অনলাইনে অনেকেই এই শব্দচয়ন নিয়ে ব্যাপক সমালোচনা করেন। এমনকি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই স্লোগানের ‘genes’ শব্দটি ক্রস আউট করে ‘jeans’ শব্দটি বসানো হয়েছে এবং সুইনি তার সামনে দাঁড়িয়ে আছেন।

এই বিতর্কের পর আমেরিকান ঈগল জানায়, ‘সিডনি সুইনির দারুণ জিন্স’ ক্যাম্পেইনটি শুধু জিন্সের ওপরেই কেন্দ্রীভূত। তার জিন্স, তার গল্প। আমরা সবাইকে উৎসাহ দেবো যেন তারা নিজেদের মতো করে আমেরিকান ঈগলের জিন্স পরিধান করে আত্মবিশ্বাসী হন। ভালো জিন্সে সবাইকেই ভালো দেখায়’।

যাইহোক, এসব বিতর্কের মধ্যেই সিডনি সুইনির এই মধুর ব্যক্তিগত মুহূর্তগুলো যে ভক্তদের মন জয় করে নিয়েছে- তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ঢাকায় জলের গানের কনসার্ট
Next post নতুনরূপে কুসুম শিকদার
Close

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...