বছর শেষে বলিউড অভিনেতা আমির খানের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল চলছে। ছবিতে দেখা যাচ্ছে, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উড়ছে। অনেকটা বিশ্ববিখ্যাত বাঙালি পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের মতো। সম্প্রতি অবিনাশ গোয়ারিকরের ফটোশ্যুটে আমিরের এই ছবি দেখে নেটিজেনদের জল্পনা, আমির কি তবে সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার শনিবার আমির খানের একটি ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবির ক্যাপশনে আবিনাশ লিখেছেন, ‘আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শ্যুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে।’
আমিরের ছবিটি দেখে বিশেষ একজনের কথাই মনে পড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষকরে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে ছবির এই লুক খুবই চেনা। আর এই ভীষণ পরিচিত লুকটা কিংবদন্তি সত্যজিৎ রায়ের।
ব্যস, অভিনেতার নতুন ফটোশুট দেখে দর্শক-অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। মন্তব্য করে জানতে চাচ্ছেন, ‘আমির কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?’ তবে এখন পর্যন্ত বিষয়টি খোলাসা করেননি অবিনাশ।
এদিকে শোনা যাচ্ছে, আমির খান নাকি আপাতত প্রতিদিন এক ঘণ্টা করে শাস্ত্রীয় সংগীত চর্চা করছেন। বসছেন রেওয়াজে। খ্যাতনামা শাস্ত্রীয় সংগীত শিল্পীর কাছে তালিম নিচ্ছেন তিনি। কিন্তু কেন? হঠাৎ কেন? শুধুই কি শখ?
এদিকে ২০২২ ও ২০২৩ সাল দুটি বিশেষ ভালো যায়নি আমিরের, সিনেমা ফ্লপ, ব্যক্তিগত জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছেন স্ত্রী কিরণ রাও। মেয়ে ইরা খানের বিয়ের নানা অনুষ্ঠানেও তিনি কম উপস্থিত থাকছেন। জানা গেছে, মুম্বাই থেকে দূরে চেন্নাইয়ে মায়ের কাছে গিয়ে থাকছেন আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নতুন বছরে অপুর পরিকল্পনা
Next post ‘ভূতপরী’ হয়ে আসছেন জয়া
Close

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...