লস অ্যাঞ্জেলেসের জাঁকজমকপূর্ণ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ইতিহাস রচনা করেছেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) ক্যাটাগরিতে পুরস্কার জিতে গেছেন। মাত্র ১৬ বছর বয়সে এই সাফল্য অর্জন করে তিনি টেলিভিশনের ইতিহাসে সহ-অভিনেতা ক্যাটাগরির সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে নজির স্থাপন করলেন।

সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ওয়েন কুপার মঞ্চে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকা আমার জন্য এখনও অবিশ্বাস্য। আমরা এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পেরিয়ে এখানে এসেছি। যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’

ওয়েন তার অভিনয় জীবনের শুরুর স্মৃতিও ভাগ করে নেন। তিনি বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমি একমাত্র ছেলে ছিলাম। তখন বিষয়টি বিব্রতকর মনে হতো। কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই প্রতিনিয়ত শিখছি।’

‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলার চরিত্রে তার অভিনয়কে বিশ্বজুড়ে প্রশংসিত করা হয়েছে। সিরিজটি কেবল ওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবে গোল্ডেন গ্লোব জয়ও করেছে। আগের বছর ৭৭তম এমি অ্যাওয়ার্ডসেও একই চরিত্রের জন্য তিনি সেরা সহ-অভিনেতার স্বীকৃতি পেয়েছিলেন।

যুগের সবচেয়ে প্রতিভাবান এই কিশোর অভিনেতার অভিষেক ও সাফল্যকে অনেকেই ইতিমধ্যেই নতুন প্রজন্মের জেন-জি তারকা হিসেবে অভিহিত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ‘টক্সিক’-এর টিজার প্রত্যাহার দাবি
Next post গোল্ডেন গ্লোবে কার হাতে কোন পুরস্কার উঠল
Close

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...