সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ও ভিডিওতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে দেখা গেছে অভিনেতা প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে। সৈকতে নিরিবিলি সময় কাটাচ্ছেন শুভাশিস মুখার্জি ও এক তরুণী। সেই দৃশ্য ঘিরেই শুরু হয় নানা আলোচনা।

গুঞ্জন উঠেছে, নিজের মেয়ের বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি।

বিতর্ক তুঙ্গে উঠতেই পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভাশিস নিজেই।
ভ্রমণে যাওয়ার কথা স্বীকার করলেও প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দেন শুভাশিস।

তিনি জানান, বাস্তব জীবনের নয়, এই সম্পর্ক সম্পূর্ণই পর্দার গল্প। কৌতুকাভিনেতা রাজু মজুমদারের পরিচালনায় নির্মিত তাঁর প্রথম ছবি ‘ফণীবাবু ভাইরাল’-এর শুটিংয়ের প্রয়োজনে তাঁরা সমুদ্রতীরে গিয়েছিলেন।

এই সিনেমায় শুভাশিস মুখার্জির বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ছবির গল্পে অসম বয়সী এক জুটির প্রেম ও রোম্যান্স দেখানো হয়েছে, যা দর্শকের কৌতূহল বাড়িয়েছে।

নিজের চেয়ে অনেক কম বয়সী অভিনেত্রীর সঙ্গে রোম্যান্টিক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মজার ছলে শুভাশিস বলেন, “ভাবতেই আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে।”

তিনি আরও জানান, ছবিতে তাঁদের একাধিক রোম্যান্টিক দৃশ্য ও গান রয়েছে।

অসম বয়সের প্রেমকাহিনি নিয়ে নির্মিত ‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায় শুভাশিস ও রোশনির পাশাপাশি অভিনয় করেছেন খরাজ মুখার্জি, কাঞ্চন মল্লিকসহ টালিউডের আরও পরিচিত মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৮৩ বছরেও তরুণ অমিতাভ
Next post বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী
Close

মা হচ্ছেন প্রিয়াঙ্কা

টিভি নাটকের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গেল বছর নভেম্বরে ভালোবেসে নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। বর পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানিকতা...

যৌনপল্লি উচ্ছেদের গল্পে ‘রঙবাজার’

রাশিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রেইলারটি প্রকাশ করা হয়। নির্মাতা...

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...