ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। বহু আগেই তার সংসার ভেঙেছে। তবে তার আগে স্বামী এবং মেয়ে তানিশাকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন তিনি। ২০০৬ সাল পর্যন্ত সেখানেই ছিলেন এই নায়িকা। এরপর সাংসারিক জীবনে বিচ্ছেদ ঘটে নায়িকার।
সেই বিচ্ছেদের পরের সময়টা লড়াই করেই কাটাতে হয় নিপুণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দিনগুলোর কথা জানিয়েছেন তিনি। নিপুণের ভাষায়, বিচ্ছেদের পর আশ্রয় নিতে হয়েছিল বোনের বান্ধবীর বাসায়। সেখানে একটি স্বর্ণের দোকানে কাজও করেছেন তিনি।
নিপুণ বলেন, ‘২০০৬ সালে বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রে আপুর বান্ধবীর বাসায় থেকেই একটি চাকরি খুঁজতে থাকি আমি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পেয়ে যাই। সপ্তাহে দু’দিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি সেখানে। পরে বড় একটি কফি শপে চাকরি পাই।’
নিপুণ বলেন, ‘আমার তখনকার কাজের সেই অভিজ্ঞতা বর্তমানে আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।’
নিপুণকে বর্তমানে বেশ সফলই বলা যায়। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেরও দেখভাল করেন তিনি। বর্তমানে টিউলিপ নামের একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই নায়িকা।
উল্লেখ্য, নিপুণের আসল নাম নাসরিন আক্তার নিপুণ। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন তিনি। ২০০৭ সালে সাজঘর সিনেমার জন্য সেরা অভিনেত্রী এবং ২০০৯ সালে চাঁদের মত বউ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে দু’বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
উচ্চমাধ্যমিকের পর তিনি ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মস্কোতে কত্থক নৃত্য শিখেছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান।
নিপুন ২০০৬ সালে ‘রত্নগর্ভা মা’ সিনেমায় অভিনয় করেন, তবে তা আজও মুক্তি পায়নি।
তিনি ২০১৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিষিক্ত হন।
তার উল্লেখযোগ্য সিনেমা হলো- শাহিন কবির টুটুলের ‘এইতো ভালবাসা’, রকিবুল আল রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি’, অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘অন্তর্ধান’।
আরও খবর
১৮০০ বছরের পুরনো ইতিহাসের বিস্ময় ‘ভরত রাজার দেউল’
[embed]https://www.youtube.com/watch?v=ihmsi3Kt8P0[/embed] ব্যস্ত নগরজীবনে কাজকর্মের চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই কোনো দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন। একঘেয়েমি দূর হওয়ার...
যে সাগরে মানুষ ডোবেনা | ঘুরে আসুন ডেড সি বা মৃত সাগর (ভিডিও)
[embed]https://www.youtube.com/watch?v=e-EYAO33X6k&t=9s[/embed] ডেড সি বা মৃত সাগর মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং জর্ডানের সীমান্তে অবস্থিত একটি স্থলবেষ্টিত লবণাক্ত হ্রদ। জর্ডান নদীর বদ্বীপ হিসেবে...
বেহুলার বাসরঘর কোথায় পাবেন?
[embed]https://www.youtube.com/watch?v=COhw21Wue8w[/embed] বেহুলার বাসরঘর। বগুড়া শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-দক্ষিণে আর মহাস্থানগড়ের কাছে গোকুল, রামশহর ও পলাশবাড়ি গ্রামের সংযোগস্থলেই রয়েছে- রহস্যময়...
(ভিডিও) দুধপাথরের অলৌকিক বিশ্বাস | মানত করলেই মুক্তি | খোদার পাথর ভিটা | পুণ্ড্রনগর (মহাস্থানগড়)
[embed]https://www.youtube.com/watch?v=xmQtig7mtjc[/embed] পুণ্ড্রনগরখ্যাত আড়াই হাজার বছরের প্রাচীন নগরী বগুড়ার মহাস্থানগড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে বহু প্রাচীন নিদর্শন। তেমনি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো খোদার...
আড়াই হাজার বছরের পুরোনো নগরজীবনের জীবন্ত ইতিহাস মহাস্থানগড় (ভিডিও)
মহাস্থানগড়। এটি বাংলাদেশের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, যা আপনাকে নিয়ে যাবে প্রায় আড়াই হাজার বছরের পুরোনো এক নগরজীবনের...