তামিল চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং সফল হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’। আবারও বড় পর্দায় ফিরছে। রঘব লরেন্স অভিনীত ও পরিচালিত এই সিরিজের পঞ্চম কিস্তি ‘কাঞ্চনা ৪’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল একটি চাঞ্চল্যকর খবর।
নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এই ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
ভারতের একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশমিকাকে ‘কাঞ্চনা ৪’-এর জন্য গুরুত্বপূর্ণ চরিত্রে নির্বাচন করা হয়েছে। সম্ভবত তিনি এতে অতিপ্রাকৃত ভূমিকায় থাকছেন। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই গুঞ্জনে বেড়েছে ‘কাঞ্চনা’ ভক্তদের কৌতূহল।
যদি এই খবর সত্যি হয় তবে এটি হবে রাশমিকা অভিনীত প্রথম হরর সিনেমা। এর আগে তিনি মূলত রোমান্টিক, পারিবারিক ও নাটকীয় চরিত্রেই দেখা দিয়েছেন। ‘কাঞ্চনা’ সিরিজের ভূত চরিত্রগুলো বরাবরই সিনেমার মূল আকর্ষণ হয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, রাশমিকার জনপ্রিয়তা নতুন মাত্রা যোগ করতে পারে এই ফ্র্যাঞ্চাইজিতে।
প্রসঙ্গত, ‘কাঞ্চনা ৪’-এ রঘব লরেন্সের পাশাপাশি আরও থাকছেন পূজা হেগড়ে ও নোরা ফাতেহি। ছবিটির পরিচালনায় রয়েছেন রঘব নিজেই। এর আগে ‘মুনি’ (২০০৭), ‘কাঞ্চনা’ (২০১১), ‘কাঞ্চনা ২’ (২০১৫) এবং ‘কাঞ্চনা ৩’ (২০১৯) সিনেমাগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল।
এই মুহূর্তে ‘কাঞ্চনা ৪’-এর শুটিং চলছে। নির্মাতারা শিগগিরই অফিসিয়াল পোস্টার ও চরিত্র ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে রাশমিকার ভূত রূপ দেখার আগ্রহ তুঙ্গে।
আরও খবর
তামান্নার ‘আজ কি রাত’র বাজিমাত
বলিউডের আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু গানে নিজের যোগ্যতা প্রমাণ করে এই দক্ষিণী নায়িকা এখন...
যে শর্তে ডন করবেন শাহরুখ খান
জনপ্রিয় বলিউড ছবি ‘ডন’-এর পরবর্তী কিস্তিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা ছিল। সেভাবেই চলছিল প্রস্তুতি। কিন্তু শেষ মুহূর্তে এসে ‘ডন থ্রি’...
গুঞ্জন হলো সত্যি: বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল
দক্ষিণ ভারতের অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিলো। বছরের মাঝামাঝি শোবিজ অঙ্গন সরগরম...
মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেম, মুখ খুললেন অভিনেতা শুভাশিস মুখার্জি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ও ভিডিওতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে দেখা গেছে অভিনেতা প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে। সৈকতে...
৮৩ বছরেও তরুণ অমিতাভ
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বয়স আশির চৌকাঠ পার করেছে। অথচ আজও ক্লান্তিকে ধারে কাছে ঘেঁষতে দেন না তিনি। যুগ যুগ...
সিনেমা হলে ফ্লপ, ওটিটিতে বাজিমাত
মরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত কোর্টরুম ড্রামা ‘হক’ প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য পায়নি। গত বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি...
