বেহুলার বাসরঘর। বগুড়া শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-দক্ষিণে আর মহাস্থানগড়ের কাছে গোকুল, রামশহর ও পলাশবাড়ি গ্রামের সংযোগস্থলেই রয়েছে- রহস্যময় ও বিস্ময়কর ‘তিন কোণ’ বিশিষ্ট স্থাপত্য নিদর্শন ‘বেহুলার বাসরঘর’। স্থাপত্যটি গোকুল মেধ বা লক্ষীন্দরের মেধ বলেও পরিচিত। স্থানীয়রা এই নিদর্শনকে বেহুলার বাসরঘর বলে থাকলেও ইতিহাস ও প্রত্নতত্ত্ববিদদের মতে, এটি একটি প্রচীন বৌদ্ধ মঠ। প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গলকাব্য মনসামঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সওদাগরের পুত্র লখিন্দরের স্ত্রী বেহুলা। অনেকেই বলে থাকেন, এখানেই হয়েছিলো বেহুলার বাসর। যা সেনযুগেরও অনেক আগে। তবে বর্তমানে গবেষকদের মতে, এটি ৮০৯ থেকে ৮৪৭ খৃস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধমঠ। বেহুলা-লখিন্দরকে নিয়ে যে কিংবদন্তির গল্পগাথা রয়েছে- সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মেয়ে। ওখানকার ঐতিহাসিক এক জমিদার বাড়ির দুলালী কন্যা ছিলেন অনিন্দ্য রূপে -গুণের অধিকারিণী বিশ্বনন্দিত বেহুলা। ষোড়শ শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সতী-সাবিত্রী কিংবদন্তির নায়িকা বেহুলা সুন্দরীর বাবার নাম বাছোবানিয়া ওরফে সায় সওদাগর। সিরাজগঞ্জের তাড়াশে আছে বেহুলার পৈতৃক ভিটায় জীয়নকূপ। আর বগুড়ার গোকূলে যুগের পর যুগ পাড়ি দিয়ে টিকে আছে তার বাসরঘর। বেহুলার বাসরঘর বা এই বৌদ্ধমঠটি মূলত একটি উঁচু ইটের স্তূপ। এর উচ্চতা প্রায় ১৩ মিটার বা ৪৫ ফিট। ১৯৩৪-৩৬ সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের ১৭২টি কুঠুরি আবিষ্কৃত হয়। কক্ষগুলো দেখতে তিন কোণের মতো। স্তূপটির পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্বে ২৪ কোণ বিশিষ্ট চৌবাচ্চাসদৃশ একটি স্নানাগার। স্নানাগারের মধ্যে আবার ৮ ফুট গভীর কূপ। এটি নির্মাণ করা হয়েছিল পুন্ড্রবর্ধনের রাজধানীকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। প্রত্নতাত্ত্বিকরা কী বলছেন? তাদের মতে, এটি বৌদ্ধ স্তূপের সঙ্গে মিলে যায়। ষষ্ঠ ও সপ্তদশ শতাব্দীর বৌদ্ধ স্থাপনার সঙ্গে এর মিল রয়েছে। কেবল গঠন না, প্রত্নতাত্ত্বিকরা গুরুত্ব দিয়েছেন সেখানে পাওয়া নানা টেরাকোটার প্রতিও। ননীগোপাল মজুমদারের অধীনে হওয়া এ খননকার্যে বেশকিছু টেরাকোটা পাওয়া যায়। টেরাকোটাগুলো ছিল গুপ্ত যুগের। গুপ্ত যুগের সময় হচ্ছে- ৩২০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ। এর মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় পুরো ভারতবর্ষই প্রায় তাদের অধীনে চলে আসে। একে অনেকে ভারতের স্বর্ণযুগও বলে থাকেন। গোকুল মেধে পাওয়া টেরাকোটাগুলো গুপ্ত যুগের শেষ পর্যায়ের। সে কারণে সহজেই ধরে নেওয়া যায় গোকুল মেধ ষষ্ঠ শতাব্দীতে তৈরি। তাহলে মৌর্য আমলে বা অশোকের সময়ে এটি তৈরি হওয়ার সম্ভাবনা কম। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্থানটি পরিদর্শন করে থাকেন। এটির সাথে যে মিথ বা কিংবদন্তী জড়িয়ে আছে যে বেহুলার বাসরগর, সেটিও পর্যটকদেরকে ব্যাপকভাবে আকর্ষণ করে। সবকিছু ছাপিয়ে প্রচীনকাল থেকেই লোকমুখে পরিচিত লোককথার সেই মনাসামঙ্গল কাব্যের বেহুলার বাসর হিসেবেই। বগুড়ার মহাস্থানগড় দেখে ফিরবার পথেই বেহুলার বাসর ঘর দেখে ফিরতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post (ভিডিও) দুধপাথরের অলৌকিক বিশ্বাস | মানত করলেই মুক্তি | খোদার পাথর ভিটা | পুণ্ড্রনগর (মহাস্থানগড়)
Next post যে সাগরে মানুষ ডোবেনা | ঘুরে আসুন ডেড সি বা মৃত সাগর (ভিডিও)
Close

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...

শুভর সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ঐশী (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=smWLYaX1zfg[/embed] কয়েক মাস আগে অর্পিতার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উড়ছে, চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর...

বিয়ে করলেন শিরিন শিলা (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=x8BuTOz3BK8[/embed] ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার। জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মোহাইমিন...