পুণ্ড্রনগরখ্যাত আড়াই হাজার বছরের প্রাচীন নগরী বগুড়ার মহাস্থানগড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে বহু প্রাচীন নিদর্শন। তেমনি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো খোদার পাথর ভিটা। স্থানীয়রা এটাকে দুধপাথর বলে থাকেন। মহাস্থানগড়ের ভেতরে শাহ সুলতান বলখী (র.) মাজারের উত্তর-পশ্চিম দিকে এটি দেখতে পাওয়া যায়। মূলত খোদার পাথর ভিটা একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। এখানে রয়েছে একটি লম্বা পাথর।
পুণ্ড্রনগরে অবস্থিত একটি টিলা বা ঢিবির ওপরিভাগে রয়েছে লম্বা একটি গ্রানাইট পাথর। এতে রয়েছে দরজার হুড়কো লাগানোর দুটি ছিদ্র, ওপরের দিকে ফোকর এবং ফুলের নকশা। ধারণা করা হয়, পাথরটিতে খোদাই করা নকশা থাকার কারণে একে ‘খোদাই পাথর’ বলা হতো, যা কালক্রমে ‘খোদার পাথর’ নাম ধারণ করছে।
ইতিহাস থেকে জানা গেছে, এই টিবির ধ্বংসাবশেষ পাল শাসনামলের প্রথমদিকের। ১৯৭০ সালে এখানে খনন করা হয়। তখন একটি মন্দির ও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। পূর্বমুখী আয়তাকার বৌদ্ধ মন্দিরটিতে রয়েছে পাথর দিয়ে বাঁধানো মেঝে এবং ভিত-দেয়াল। ভিতের ওপর স্থাপিত দেয়াল ছিল কাদামাটি দিয়ে গাঁথা ইটের তৈরি। দরজার চৌকাঠের বাজু এবং ওপরের দিকের অলংকৃত অংশ পাথর দিয়ে নির্মাণ করা হয়। এটি দীর্ঘাকার এবং চৌকোনকৃতির মসৃণ পাথর, যা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। লোকমুখে প্রচলিত, রাজা পরশুরাম পাথরটি সংগ্রহ করে এটিকে মসৃণ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন।
তবে সনাতন ধর্মের অনেকে পাথরটিকে ব্রহ্মার বাহন বলে থাকেন। কেন এমনটি বলেন, তার কোনো কারণ জানা যায়নি। পাথরের ওপরে একটি প্রাচীন বটগাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে গাছের নিচে মাঝেমধ্যে বাউল-সন্ন্যাসীদের আড্ডা বসে।
প্রতিদিন বহু মানুষ মহাস্থানগড়ে আসেন। তারা এই খোদার পাথর ভিটা দর্শন করেন। অনেক সনাতন ধর্মাবলবম্বীরা এই পাথরে দুধ ঢালার মানত করেন। কোন কোন নারীকে পাথরে সিঁদুর লাগাতেও দেখা গেছে।
রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, খোদার পাথর ভিটা একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে খনন কাজ করে মন্দিরের সন্ধান পাওয়া যায়। এটি অষ্টম শতকে (পাল আমলে) নির্মিত বৌদ্ধ মন্দির। সেখানেই এ পাথরটি পাওয়া গেছে।
তবে এটি লোকমুখে প্রচলিত অন্ধ কুসংস্কার, নাকি অলৌকিক কোন সত্য তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু এর কোন বৈজ্ঞানিক বা ঐতিহাসিক দলিল নেই। সবই লোক মুখে প্রচলিত কথন ও বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আড়াই হাজার বছরের পুরোনো নগরজীবনের জীবন্ত ইতিহাস মহাস্থানগড় (ভিডিও)
Next post বেহুলার বাসরঘর কোথায় পাবেন?
Close

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...

শুভর সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ঐশী (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=smWLYaX1zfg[/embed] কয়েক মাস আগে অর্পিতার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উড়ছে, চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর...

বিয়ে করলেন শিরিন শিলা (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=x8BuTOz3BK8[/embed] ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার। জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মোহাইমিন...