ঢালিউড ইন্ডাস্ট্রির নায়িকা রাজ রিপা। ৭ বছরের ক্যারিয়ারে সিনেমার সংখ্যা কয়েকটি। সংখ্যা কম হলেও বিভিন্ন কারনে আলোচনায় থেকেছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ময়না’। তার অভিনীত অপর একটি সিনেমার নাম ‘মুক্তি’। এই সিনেমার নিয়ে বিপত্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ক্ষোভ থেকে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া রাজ রিপার দেওয়া পোস্ট শেয়ার করেছেন নায়িকা বর্ষা। সম্প্রতি তিনিও অভিনয়কে বিদায় জানানোর ঘোষাণা দিয়েছেন।
রাজ রিপার উদ্দেশ্যে বর্ষা লেখেন, ‘‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি।’
এরপর লেখেন, ‘আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছা করলে নিজেই সিনেমায় ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালো লাগে না। আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে।’
অনন্ত জলিলের স্ত্রী আরও লেখেন, ‘মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কী করলে কী হয়। নামাজ পড়ে আল্লাহ পাককে বলো, তোমার মনে যেন শান্তি পায়। আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে, অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবত কিংবা ডিসেম্বরে মহরত হয়েছিল।’
সবশেষে রাজ রিপাকে বর্ষার পরামর্শ, ‘নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবনকে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুন ভাবে সাজাও। বোকা মেয়ে তুমি। ব্যর্থ তুমি হওনি। ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি!’
এর আগে একটি মিডিয়া ছাড়ার ইঙ্গিত দিয়ে নায়িকা রাজ রিপা লেখেন, ‘দ্রুতই সবাইকে ছেড়ে চলে যাবো, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। কারো সাথে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম। কারো কাছে এক টাকা দেনা নাই। কিন্তু পাওনাদার হিসাবে পরিচালক ইফতেখার চৌধুরী এর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নিবেন।’
রিপা আরও লেখেন, “৪ বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি, টাকা ও সময়ের জন্য। আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিচ্ছু ভাবতো না। বারবার ডিপ্রেশনে পড়ে ও একা একা উঠে দাঁড়িয়েছি মনের জোরে। আর কত অপেক্ষা করবো আর কত ধৈর্য্য ধরতে হবে আমার। আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন্য সিনেমার স্পন্সরের জন্য মেন্টালি প্রেসার নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আমার আর্টিস্টের না। তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না। ৮ বছরে ‘মুক্তি’ ছাড়া কোন সিনেমা নেই। তার শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা, সেটাও আমার এনে দেওয়া। শুধু তার অসুস্থতার বাহানায় আটকে আছে সব। সাথে আমিও অসুস্থ হয়ে পড়ছি মেন্টালি।”
চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে রাজ রিপার সিনেমা ‘ময়না’। এই সিনেমার সূত্র ধরে তিনি বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা রিলিজে নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি। কিন্তু এইবার সিনেমা করার শখ সত্যিই মিটে গেছে। পরিচালককে রেগে কিছু বলতে গেলে বলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেললে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি।’
সবশেষে রাজ রিপা বলেন, ‘কি করবো? কার কাছে বিচার চাইবো। মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাইনা। আল্লাহর কাছে বেইমানির জবাব তুলে রাইখেন। ভাগ্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরন করছিলাম। তবুও আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত্যিই চলে যাবো। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন্য না। আমার অনেক রাগ আর এর জন্য যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাপ করে দিয়েন। নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম। আমার মতো এমন অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেইমানের কাছে।’
আরও খবর
কম খরচে মেঘালয় ভ্রমণ
ভ্রমণ বিচিত্রায় স্বাগতম। আজ আমরা ঘুরে আসবো উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্য থেকে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে স্থল সীমান্ত...
১৮০০ বছরের পুরনো ইতিহাসের বিস্ময় ‘ভরত রাজার দেউল’
[embed]https://www.youtube.com/watch?v=ihmsi3Kt8P0[/embed] ব্যস্ত নগরজীবনে কাজকর্মের চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই কোনো দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন। একঘেয়েমি দূর হওয়ার...
যে সাগরে মানুষ ডোবেনা | ঘুরে আসুন ডেড সি বা মৃত সাগর (ভিডিও)
[embed]https://www.youtube.com/watch?v=e-EYAO33X6k&t=9s[/embed] ডেড সি বা মৃত সাগর মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং জর্ডানের সীমান্তে অবস্থিত একটি স্থলবেষ্টিত লবণাক্ত হ্রদ। জর্ডান নদীর বদ্বীপ হিসেবে...
বেহুলার বাসরঘর কোথায় পাবেন?
[embed]https://www.youtube.com/watch?v=COhw21Wue8w[/embed] বেহুলার বাসরঘর। বগুড়া শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-দক্ষিণে আর মহাস্থানগড়ের কাছে গোকুল, রামশহর ও পলাশবাড়ি গ্রামের সংযোগস্থলেই রয়েছে- রহস্যময়...
(ভিডিও) দুধপাথরের অলৌকিক বিশ্বাস | মানত করলেই মুক্তি | খোদার পাথর ভিটা | পুণ্ড্রনগর (মহাস্থানগড়)
[embed]https://www.youtube.com/watch?v=xmQtig7mtjc[/embed] পুণ্ড্রনগরখ্যাত আড়াই হাজার বছরের প্রাচীন নগরী বগুড়ার মহাস্থানগড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে বহু প্রাচীন নিদর্শন। তেমনি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো খোদার...
আড়াই হাজার বছরের পুরোনো নগরজীবনের জীবন্ত ইতিহাস মহাস্থানগড় (ভিডিও)
মহাস্থানগড়। এটি বাংলাদেশের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, যা আপনাকে নিয়ে যাবে প্রায় আড়াই হাজার বছরের পুরোনো এক নগরজীবনের...
