ডেড সি বা মৃত সাগর মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং জর্ডানের সীমান্তে অবস্থিত একটি স্থলবেষ্টিত লবণাক্ত হ্রদ। জর্ডান নদীর বদ্বীপ হিসেবে পরিচিত এই হ্রদের পূর্ব তীর জর্ডানের এবং পশ্চিম তীর ফিলিস্তিন ও ইসরায়েলের অন্তর্গত।
ইংরেজি নাম ডেড সি। বাংলায় মৃত সাগর। যেখানে পানিতে নেমে সবাই ভেসে থাকেন। সাঁতার না জানলেই এই সাগরের পানিতে ভেসে থাকা যায়। জর্ডান নদীর এই শাখা হ্রদটিকে ঘিরে রহস্যের শেষ নেই। সমুদ্রের উচ্চ লবণাক্ততার কারণে এতে জলজ উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারে না। সেই কারণেই একে মৃত সাগর বা ডেড সি বলা হয়। অবশ্য উদ্ভিদ বা প্রাণী না থাকলেও এখানে মাইক্রোবিয়াল ছত্রাক এবং ব্যাকটেরিয়া রয়েছে।
এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত পানির প্রাকৃতিক আধার। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪২০ মিটার গভীরে অবস্থিত এই স্থান বিশ্বের নিম্নতম স্থলভূমি। এর লবণাক্ততা শতকরা ৩৪ ভাগ। সমুদ্রের পানির চেয়ে এর লবণাক্ততা ৮.৬ গুণ বেশি।
মৃত সাগরের উৎপত্তি হয় প্রায় ২০ লক্ষ বছর আগে। প্রায় তিরিশ লক্ষ বছর আগে বর্তমান জর্ডান নদী, মৃত সাগর এবং ওয়াদি আরাবাহ অঞ্চল লোহিত সাগরের পানি বারবার প্লাবিত হত। এর ফলে একটি সংকীর্ণ উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সংকীর্ণ সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল। প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী, কালক্রমে পূর্ব উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে। ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয়।
বিশ্লেষণ করে দেখা গেছে , মহাসাগরের পানি এবং মৃত সাগরের পানি মিশে থাকা খনিজ উপাদানগুলোর মধ্যে পার্থক্য আছে । মৃত সাগরের পানিতে মিশে থাকা লবণে ১৪% ক্যালসিয়াম ক্লোরাইড , ৪% পটাশিয়াম ক্লোরাইড , ৫০% ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ৩০% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এর লবণাক্ততা শতকরা ৩০% । ফলে পানির ঘনত্ব ১.২৪ কিলোগ্রাম / লিটার। উচ্চ প্লবতার কারণে যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে।
মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণাস্থল হয়ে উঠেছে। অনেকের বিশ্বাস, মৃত সাগরের কাদা বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে সহায়ক। এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি এবং বাতাসে অ্যালার্জি উৎপাদক পদার্থ, পরাগরেণু, উচ্চ ভূ-মণ্ডলীয় চাপ, সৌর বিকিরণে অতি বেগুনি উপাদানের কম উপস্থিতি। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ, শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। এই অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সান বাথ নেওয়ার পক্ষে উপযুক্ত। সোরিয়াসিস চর্মরোগের জন্য দীর্ঘসময় সানবাথ বেশ উপকারী।
অতিরিক্ত লবণাক্ততার কারণে এই হ্রদে কোন উদ্ভিদ বা প্রাণী বাঁচে না বলেই একে মৃত সাগর বলা হয়ে থাকে। সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায় এখানে। যদিও সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী বা উদ্ভিদ দেখা যথারীতি মেলে।
মৃত সাগর নামটিকে যতই অশুভ বলে মনে হোক না কেন, পর্যটকদের কাছে এই আকর্ষণ কিন্তু নেহাত কম নয়। বরং গন্তব্য হিসেবে এটি তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানকার পানিতে ভেসে থাকতে অনেক অ্যাডভেঞ্চারপ্রেমীই দারুণ ভালোবাসেন। এই পানিতে গোসল করলে রোগমুক্তি হবে বলেও অনেকে বিশ্বাস করেন। যদিও অতিরিক্ত লবণাক্ত পানি শরীরে পক্ষে ক্ষতিকারকও হয়ে থাকে। প্রচুর পরিমাণে লবণ কিডনি এবং হার্টের ক্ষতি করতে পারে। যার ফলে মৃত্যুও ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বেহুলার বাসরঘর কোথায় পাবেন?
Next post ১৮০০ বছরের পুরনো ইতিহাসের বিস্ময় ‘ভরত রাজার দেউল’
Close

সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু, সঙ্গে ছেলে জয়

সম্প্রতি শাকিব খান ও বুবলীর কিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ছেলেকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঘুরছেন। এরপর নেটিজেনরা সেই ছবিরও সমালোচনাও করেন। এবার জানা...

নতুনরূপে কুসুম শিকদার

ছোট-বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে সরব থাকেন অভিনেত্রী। এবার...

সঙ্গী খুঁজছেন বাঁধন (ভিডিও)

  জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন...

শুভর সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ঐশী (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=smWLYaX1zfg[/embed] কয়েক মাস আগে অর্পিতার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উড়ছে, চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর...

বিয়ে করলেন শিরিন শিলা (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=x8BuTOz3BK8[/embed] ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার। জানা গেছে, শিলার বরের নাম আবিদুল মোহাইমিন...