দুর্গাপূজার আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বলিউড তারকারা এ আনন্দে যেমন নিজেদের ভাসিয়েছেন, তেমনি ভারতীয় বাংলা সিনেমার তারকারাও ব্যতিক্রম নন।
গত রবিবার টলিউডের একঝাঁক তারকা সিঁদুর খেলায় মেতে ওঠেন। যার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
একটি ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি-গহনা, শাঁখা-সিঁদুরে নতুন বউয়ের সাজে সিঁদুর খেলতে দেখা গেল দর্শনা বণিককে। আর স্বস্তিকা দত্ত পরেছিলেন লালপাড় সাদা শাড়ি ও গহনা। স্বস্তিকা দত্ত যেহেতু বিবাহিত নন, তাই তার সিঁথিতে অবশ্য সিঁদুর ছিল না।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, লালপাড় সাদা শাড়িতে গহনায় সেজে সিঁদুর খেলছেন শুভশ্রী গাঙ্গুলি। তাদের সঙ্গে ছিলেন শুভশ্রীর স্বামী-পরিচালক রাজ চক্রবর্তী ও তাদের পুত্র ছোট্ট ইউভান। ফ্লোরাল প্রিন্টের সিল্ক পাঞ্জাবি পরেছিলেন রাজ আর ছোট্ট ইউভান পরেছিল লাল সুতায় কাজ করা সাদা পাঞ্জাবি। আরবানা কমপ্লেক্সের পূজায় সিঁদুর খেলেন শুভশ্রী।
আরবানা কমপ্লেক্সের পূজায় সিঁদুর খেলেন তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেত্রী রচনা ব্যানার্জিও। সিঁদুর খেলার পর একসঙ্গে মিলে রচনাকেও বলতে শোনা যায়— ‘আসছে বছর আবার হবে।’
অন্যদিকে, নায়ক যশের সঙ্গে মিলে সিঁদুর খেলেন তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরত জাহান। একই সঙ্গে দেবীবরণেও অংশ নেন নুসরাত। এ অভিনেত্রী আগেই বলেছিলেন, এবার ছেলেকে নিয়ে পূজামণ্ডপে যাবেন, তাকে ঠাকুর দেখাবেন আর সেটাই করেছেন নুসরাত। সিঁদুর খেলার সময় নুসরাত সাদা রঙের তাঁতের শাড়ি পরেছিলেন, যশের পরনে ছিল সাদা শার্ট। তার কপালেও ছিল সিঁদুরের ছোঁয়া।
এছাড়া বরাবরের মতো এবারো উত্তর মুম্বাইয়ে পূজার আয়োজন করে মুখার্জি পরিবার। তাতে যোগ দেন কাজল, রানী মুখার্জিসহ অনেকে। তারাও সিঁদুর খেলায় মেতে উঠেন।
সিঁদুর খেলায় উল্লাসে ফেটে পড়া তারকাদের বেশ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা যায়, সোনালি পোলকা ডট তসর শাড়িতে রানীকে একদম রাজরানির মতো দেখাচ্ছে। আটপৌরে শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা, ঠিক যেন জমিদার বাড়ির গিন্নি রানী।
সোনালি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে লাল ব্লাউজে গ্ল্যামারাস বলিউডের ‘মার্দানি’। রানী নিজেকে সাজিয়েছেন সোনার গহনায়। গলায় হার, ঝোলা দুল আর হাতে শাঁখা-পলায় উজ্জ্বল রানী। এমন সাজে এক প্রিয়জনকে সিঁদুর মাখিয়ে দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।
আরও খবর
তামান্নার ‘আজ কি রাত’র বাজিমাত
বলিউডের আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু গানে নিজের যোগ্যতা প্রমাণ করে এই দক্ষিণী নায়িকা এখন...
যে শর্তে ডন করবেন শাহরুখ খান
জনপ্রিয় বলিউড ছবি ‘ডন’-এর পরবর্তী কিস্তিতে রণবীর সিংয়ের অভিনয়ের কথা ছিল। সেভাবেই চলছিল প্রস্তুতি। কিন্তু শেষ মুহূর্তে এসে ‘ডন থ্রি’...
গুঞ্জন হলো সত্যি: বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল
দক্ষিণ ভারতের অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিলো। বছরের মাঝামাঝি শোবিজ অঙ্গন সরগরম...
আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন সিনেমার সঙ্গে...
মেয়ের বয়সী তরুণীর সঙ্গে প্রেম, মুখ খুললেন অভিনেতা শুভাশিস মুখার্জি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ও ভিডিওতে সমুদ্রতীরে এক তরুণীর সঙ্গে দেখা গেছে অভিনেতা প্রবীণ অভিনেতা শুভাশিস মুখার্জিকে। সৈকতে...
৮৩ বছরেও তরুণ অমিতাভ
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বয়স আশির চৌকাঠ পার করেছে। অথচ আজও ক্লান্তিকে ধারে কাছে ঘেঁষতে দেন না তিনি। যুগ যুগ...
