ভারতের উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বইমেলায় দুর্ঘটনার জেরে বাতিল করা হয় জনপ্রিয় গায়ক অনুপম রায়ের গানের অনুষ্ঠান। শনিবার (৩০ ডিসেম্বর) সেখানে ভিড়ের চাপে গেট ভেঙে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা যাওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, দেগঙ্গা বইমেলায় গানের অনুষ্ঠানে অনুপম রায়কে দেখতে হাজার হাজার মানুষের ভিড়ে ব্যারিকেড ভেঙে আহত হয় ৪ থেকে ৫ জন। এসময় আনুমানিক ৩০ হাজারের মতো মানুষ এসেছিল। এই ঘটনার ফলে ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে যায় সংলগ্ন টাকি রোডও। এতে শেষমেশ বাতিল করা হয় অনুষ্ঠানটি।
বইমেলার মুখ্য আয়োজক তুষারকান্তি দাস এই প্রসঙ্গে জানিয়েছেন, এদিন অনুপমের গান শুনতে শ্রোতারা আবেগ ধরে রাখতে না পারায় দুর্ঘটনা ঘটে গিয়েছে। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত মাসে অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। একাধিক পুরনো ভিডিও, ছবি, সোশ্যাল পোস্ট শেয়ার করে, সমবেদনা জানাতে শুরু করে নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দীঘির দুঃখ
Next post ‘ওমর’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে
Close

আসছে শাকিবের ‘দরদ’, টিজারেই চমক (ভিডিও)

অবশেষে জানানো হলো শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’ মুক্তির খবর। ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে সিনেমাটি মুক্তির খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি...

ঠাডায়ে কাকে থাপ্পড় মারবেন মাহি? (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=k1coe-gU60s[/embed] কাজের চেয়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন কার্মকাণ্ড নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন ঢাকাই সিনেমায় অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব...

কাকে চিটার বললেন তমা মির্জা (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=eChyO1hXsjQ[/embed] সময়ের আলোচিত ঢালিউড নায়িকা তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। নিজের অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সব...

হিমেলের নতুন সিনেমায় শাকিব খান (ভিডিও)

[embed]https://www.youtube.com/watch?v=dzLz7IVtO2E[/embed] হিমেল আশরাফের হাত ধরে শাকিবিয়ানদের গন্ডি ছাড়িয়েছেন সুপারস্টার শাকিব খান। প্রিয়তমা সিনেমার মাধ্যেম সব শ্রেণির দর্শকের মনে জায়গা নিয়েছেন তিনি। রাজকুমারেও ছিলেন শাকিব। সংবাদমাধ্যমকে...

বিকিনিতে জেসিয়া, নেটদুনিয়া উত্তাল (ভিডিও)

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম। ২০১৭ সালের আসরে তিনি বিজয়ী হয়েছিলেন। যদিও সেই আয়োজন নিয়ে বিতর্কের মাত্রা আকাশ ছুঁয়েছিল। জেসিয়া...