২০১৬ সালে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউড তারকা মালাইকা অরোরা-আরবাজ খান। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা মন দিয়েছিলেন অর্জুন কাপুরকে। সেই সম্পর্কেও লেগেছে ভাঙনের হাওয়া। অন্যদিকে, আরবাজও সদ্য বিয়ে করেছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে। এরইমধ্যে বিয়ের ইঙ্গিত দিলেন মালাইকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আরবাজের বিয়ের পর থেকেই বলিপাড়ায় মালাইকার বিয়ে নিয়ে নানান গুঞ্জন। এমনকী, নেটিজেনরাও বার বার মালাইকাকে বিয়ে করতে অনুরোধ করছেন। কিন্তু মালাইকা এ ব্যাপারে এতদিন পরিষ্কার করে কিছু জানাচ্ছিলেন না।
তবে এবার ফারহা খানের প্রশ্নে রীতিমতো অবাক করা উত্তর দিলেন তিনি।
সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শোর মঞ্চে মালাইকাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান।
প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তার পর অবশ্য উত্তর দেন, ‘আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।’ তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next post ফিরছেন শাবনূর
Close

কোট-টপসে মুগ্ধতা ছড়ালেন পরীমণি (ভিডিও)

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। যদিও সিনেমা ও ক্যারিয়ারের তুলনায় ভিন্ন সব কর্মকাণ্ডে বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি মেগাস্টার শাকিব খানের একটি ব্যবসায়ীক আয়োজনে উপস্থিত ছিলেন...

শত্রু বেড়ে গেছে মিষ্টি জান্নাতের (ভিডিও)

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। লাইফস্টাইল, বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হরহামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার।...

অবশেষে ফিরছেন পপি

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘ তিন বছর ধরে আড়ালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। চলচ্চিত্রের কারো সঙ্গে...

মা-ভাবি হতে চাই না, কামব্যাক করতে চাই নায়িকা হিসেবে: মাহিয়া মাহি

‘আসলে কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনো হাতে পাইনি। অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে। এসব দেখেছি। কিন্তু অভিনয় করব এমন ইচ্ছে হয়নি। আমি কামব্যাক করতে চাই নায়িকা...