সব পরিস্কার করে বললেন পূজা

Spread the love

গত এক বছর সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় চিত্রনায়িকা পূজা চেরি। তবে ব্যক্তিগত জীবন সড়িয়ে এখন কাজে মনযোগ দিয়েছেন তিনি। সম্প্রতি শাকিব খানে আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে সরে যাওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই নায়িকা। ফলে অনেকেই মনে করেন, এতে করে শাকিবকে অসম্মান করা হয়েছে।

সেই ধারণা ভাঙ্গাতেই পূজা বললেন, ‘অনেকে শাকিব খানকে টেনে অনেককিছু বলছে। আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করার। এমনকি কোনো অধিকার নেই।’

বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

পূজা বলেন, ‘আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলেছি, ওই মুভিতে চুক্তিবদ্ধ হইনি। যেহেতু চুক্তিবদ্ধ হইনি তাই আমি বলতে পারি সিনেমাটি করতে পারছি না।’

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজার। গত দুই বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে পূজার মনোমানিল্যের কথা শোনা যায়। পূজা ফেসবুকে পোস্ট দিয়ে এরইমধ্যে ক্ষমাও চেয়েছেন। জাজও তাকে ক্ষমা করেছে। তাই শিগগির জাজের নতুন ছবিতে দেখা যেতে পারে ইঙ্গিত দিয়েছেন নায়িকা পূজা।

সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন পূজা। অনেকেই মনে করছেন, জাজের সঙ্গে মিটমাট হওয়ায় প্রতিষ্ঠানটি নতুন ছবির জন্য কলকাতায় গিয়েছিলেন পূজা। এ প্রসঙ্গে তিনি বলেন, হোলি খেলতে কলকাতায় গিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি ভালো কাজের জন্য লোভী। ভালো ভালো কাজ দিয়ে এগিয়ে যেতে চাই। সামনে কোনো সিনেমা করলে সবাই জানতে পারবেন।