শুটিং বন্ধ ‘প্রেম আমার টু’র

Spread the love

এর আগে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায় কলকাতার অভিনেতা আদৃত ও বাংলাদেশের অভিনেত্রী পূজা চেরী অভিনীত ‘নূরজাহান’ সিনেমা। এরপর তারা ‘প্রেম আমার টু’ সিনেমার কাজ শুরু করেন। কিন্তু গত শুক্রবার সিলেটের এমসি কলেজে কলকাতার পরিচালক বিদুলা ভট্টাচার্যের পরিচালনায় এ সিনেমার শুটিং চলাকালে প্রশাসন কাগজপত্র চেক করে শুটিংয়ের জন্য ভারতীয় শিল্পীর অনুমতিপত্র না থাকার কারণে শুটিং বন্ধ করে দেয়। নগরীর শাহপরান থানা সূত্রে এমন তথ্য জানা যায়।

এ সিনেমা বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তীর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মাণ হচ্ছে বলে জানা যায়।

জাজের অন্যতম কর্ণধার আব্দুল আজিজ বলেন, কেন শুটিং হঠাৎ বন্ধ করলো তা খোঁজ নেয়া হচ্ছে। আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে নেয়া শুটিংয়ের অনুমতিপত্র ছিল। তার পরও কেন শুটিং বন্ধ করা হয়েছে- সে বিষয়টি আমার বোধগম্য নয়।
সবকিছু ঠিক করে পুনরায় শুটিং শুরু করতে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলেও জানা যায়।

প্রসঙ্গত, সিক্যুয়াল হলেও ‘প্রেম আমার টু’ ছবির গল্পে থাকবে ভিন্নতা। গত কয়েক মাস ধরে ছবির প্রি-প্রোডাকশন নিয়ে কাজ করেছে পুরো টিম। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আদৃত, পূজা চেরী ও সৌরভ দাসকে। বাংলাদেশ থেকে নাদের চৌধুরী, চম্পাসহ অনেকের এ সিনেমাতে কাজ করার কথা রয়েছে। কলকাতা ও বাংলাদেশের বেশ কিছু লোকেশনে ‘প্রেম আমার টু’ শুটিং হবে।