শাহরুখের প্রতি প্রেম এখনও একই রকম রানি মুখার্জির
শাহরুখের প্রতি প্রেম এখনও একই রকম রয়েছে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির। তাই তো সুযোগ পেলেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তবে এবার শুধু প্রশংসা নয়, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে অভিনয়ের কথা ভাবছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রানি।
রানির বলেন, ‘আমি চাই সিনেমার নির্মাতারা আমার আর শাহরুখকে কাস্ট করে একটা পরিণত প্রেমের গল্প লিখুক। আমি শাহরুখের সঙ্গে এ রকমই একটা প্রেমের গল্পে অভিনয় করতে চাই। আমার ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই। তখন হয়তো শাহরুখের বয়স হবে ৯৫।
‘কুছ কুছ হোতা হ্যায়’‘কাভি অলবিদা না কহেনা’‘চলতে চলতে’ এমন অনেক সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। এবার শাহরুখকে সঙ্গে নিয়ে নাকি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন রানি।
প্রসঙ্গত, রানি মুখার্জির নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দারুণ ব্যবসা করছে।