যাদের হাতে অস্কার

Spread the love

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

একনজরে দেখে নিই কারা জিতলো পুরস্কার-
সেরা ছবি: এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেত্রী: মিশেল ইয়েহ, এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার, দ্য অয়েল

সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিভয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা পার্শ্ব অভিনেত্রী: জেমি লি কার্টিস, এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা পার্শ্ব অভিনেতা: কে হুয় কোয়ান, এভরিথিং এভরিভয়্যার অল অ্যাট ওয়ান্স

বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম: দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স

সেরা মৌলিক চিত্রনাট্য: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং (সারাহ পলি)

সেরা অ্যানিমেটেড ছবি: পিনোচ্চিও

স্বল্প দৈর্ঘ্যের সেরা লাইভ অ্যাকশন: অ্যান আইরিশ গুডবাইবেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম

সেরা সিনেমাটোগ্রাফি: অল কুয়াইট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট

সেরা মেকাপ আর্টিস্ট: আদ্রিয়েন মোরোট, জুডি চিন এবং অ্যান্নিমারি ব্র্যাডলি, ছবি- দ্য হোয়াল

সেরা আন্তর্জাতিক ছবি:অল কুয়াইট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট’

সেরা এনিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এন্ড দ্য হর্স।