মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে

Spread the love

স্টেজে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এ আর রহমানের ছেলে এ আর আমিন। যেখানে তিনি গান করছিলেন সেখানেই ভেঙে পড়ে ঝাড়বাতি। ভাগ্যের জোরে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান আমিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এ কথা।

ইনস্টাগ্রামে দুর্ঘটনাস্থলের ছবি দিয়ে আমিন জানান ঘটনাটি তিন দিন আগের। একটি গানের শুটিং করছিলেন তিনি। ঝাড়বাতি লাগানো স্টেজে শুটিং হচ্ছিল। হঠাৎ ঝাড়বাতিসহ পুরো ছাদ ভেঙে পড়ে। এ ঘটনার কয়েক সেকেন্ড আগেই আমিন স্টেজ থেকে নেমেছিলেন। একটু এদিক-ওদিক হলেই হয়ত ঝাড়বাতির আঘাতে প্রাণ হারাতেন, এমনই আশঙ্কা করেছেন রহমানের ছেলে।

আমিন জানান, তিনি ও তার টিমের সদস্যরা এখনো আতঙ্কে রয়েছেন। কিছুতেই এই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। ছেলের এই পোস্টে প্রতিক্রিয়া দিতে গিয়ে এ আর রহমান লিখেছেন, ‘অলৌকিক পরিত্রাণ’। বোন আমিনের রাহিমা লিখেছেন, ‘সবই ঈশ্বরের কৃপা ভাই। আমরা তোমার পাশে আছি।’

এ আর রহমানের তিন সন্তান। আমিন ছাড়াও খাতিজা ও রাহিমা নামে দুই মেয়ে রয়েছে তার। ২০১৫ সালে তামিল সিনেমা ‘ও কাধাল কানমানি’র সিনেমার মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমিন নিজের ক্যারিয়ার শুরু করেন। সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’য় ‘নেভার সে গুডবাই’ গানটিও গেয়েছিলেন তিনি।