মায়ের চরিত্রে স্পর্শিয়া

Spread the love

মায়ের চরিত্রে স্পর্শিয়া স্পর্শিয়া
সময়ের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। দিন দিন যেন কাজে আরো বেশি মনোযোগী হচ্ছেন।

সংখ্যার চেয়ে মানে গুরুত্ব দিয়ে এগোচ্ছেন। তাই সিনেমা কিংবা টিভি নাটকেও তাকে খুব যত্ন করে কাজ করতে দেখা যায় তাকে।

এরই ধারাবাহিকতায় ‘মায়ের বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করেছেন স্পর্শিয়া। যে নাটকে তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সংবাদামধ্যমকে স্পর্শিয়া বলেন, নাটকের গল্প ও আমার চরিত্রটি একেবারই ভিন্ন। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, ‘মায়ের বিয়ে’ নাটকটি আসছে ঈদুল ফিতরের ঈদের আয়োজনে প্রচার হবে।