মাতাল অবস্থায় সাংবাদিকদের গালিগালাজ করলেন সঞ্জয় (ভিডিওতে দেখুন)
কয়েকদিন আগেই হয়ে গেলো দীপাবলি উৎসব। এ উপলক্ষে গত সপ্তাহে বলিউড তারকা সঞ্জয় দত্ত ও তার স্ত্রী মান্যতা দত্ত নিজ বাসভবনে জাঁকজমক এক পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে এসেছিলেন অনেক অতিথি। যাদের বিদায় জানাতে এবং স্ত্রীর সঙ্গে বাইরে আসেন সঞ্জয়। সেই পার্টির একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে দেখা যায়, বাসভবনের নিচে অপেক্ষমাণ সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন সঞ্জয়।
সঞ্জয় দত্তর বাসভবনের বাইরে দীপাবলি পার্টিতে আসা তারকাদের ছবি তুলতে ভিড় জমিয়েছিলেন ফটোসাংবাদিকরা। আলোকচিত্রীদের উদ্দেশে সঞ্জয়কে বলতে শোনা যায়, ‘দীপাবলি হচ্ছে… ঘরে যাও না।’
সঞ্জয় সাংবাদিকদের জিজ্ঞেস করেন, তারা কখন তাদের পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন?
এক সাংবাদিক সঞ্জয় দত্তকে বলেন, তার বস তাকে কাজের জন্য পাঠিয়েছেন। তখন সঞ্জয় বলেন, ‘তোমার বসের’…
অন্তর্জালে এই ভিডিওটি দেখে ঝড় উঠেছে। এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি তার অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘কয়েক মাস আগেই এই ভদ্রলোকের জীবনীভিত্তিক সিনেমা ৩০০ কোটি আয় করেছে।’
ওই সময় সঞ্জয় দত্তকে মদ্যপ অবস্থায় দেখা গেছে।