মনিরা মিঠুর বাসা থেকে গহনা, টাকা চুরি

Spread the love

ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোনার গহনা, নগদ টাকাসহ ঘরের মূল্যবান অনেক জিনিসপত্র খোয়া গেছে।

এসব তথ্য নিশ্চিত করে রোববার (২ এপ্রিল) মনিরা মিঠু তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেত্রী বলেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল। আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস, গহনা, টাকা সব চুরি হয়ে গেছে।’

অর্থনৈতিকভাবে লোকসানের মুখে পড়লেও ভেঙে পড়েননি মনিরা মিঠু। তার ভাষায়— ‘মেরুদন্ড তো আমার একটাই, আল্লাহ তায়ালা সেই মেরুদন্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার উপর সহায় হবেন। আল্লাহ ভরসা।’