বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরা। দুজনের প্রেমের গুঞ্জন অনেক দিন থেকে বাতাসে ভাসছে। কারণ সম্প্রতি মুম্বাইয়ের বেশকিছু জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের। দু’জন বন্ধুদের সঙ্গে ডিনার পার্টিতেও যোগ দিয়েছেন। শোনা যাচ্ছে, অল্পদিনের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন তারা। যদিও এ বিষয় এখনও কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। নতুন খবর হচ্ছে – একসঙ্গে বসবাসের জন্য অর্জুন ও মালাইকা একটি ফ্ল্যাট কিনেছেন।
যার অর্থ দিয়েছেন তারা দু’জন মিলেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অর্জুন-মালাইকা মুম্বাইয়ের লোখানডওয়ালা কমপ্লেক্সের পাশে প্লাশ সোসাইটিতে একটি ফ্ল্যাট কিনেছেন। এটি তাদের দু’জনের যৌথ অর্থায়নে কেনা। বর্তমানে ফ্ল্যাটটির সাজসজ্জার কাজ চলছে। এদিকে কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অর্জুনকে জিজ্ঞেস করা হয় তিনি সিঙ্গেল কিনা? উত্তরে এই অভিনেতা বলেন, ‘না, আমি সিঙ্গেল না।’ একই সঙ্গে তার কাছে বিয়ের খবর জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিয়ের জন্য প্রস্তুত’।