বাগদানের আঙটি প্রদর্শন করলেন লেডি গাগা

Spread the love

হলিউড গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা। প্রায়ই তিনি সংবাদের শিরোনাম হয়ে সামনে আসেন। এবার তিনি ভিন্ন খবর নিয়ে হাজির হলেন শ্রোতাদের সামনে। গত মাসে তিনি বাগদানের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই বাগদানের আঙটি সবাইকে দেখিয়েছেন গাগা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে একটি অনুষ্ঠানে যোগ দেন গায়িকা। ক্রিশ্চিয়ান ডিওরের নকশা করা একটি ঝমকালো গাউন পরেছিলেন তিনি।

কিন্তু সবার চোখ আটকে ছিল তার হাতের দিকে। কারণ বড় আকারের গোলাপী হীরার একটি আঙটি দেখা গেছে তার হাতে। রেড কার্পেটে গাগাও বারবার এমনভাবে হাত নাড়াচাড়া করছিলেন যাতে আঙটিটা সবার নজরে পড়ে। মুখেও স্বীকার করেছেন ভালোবাসার কথা। চিৎকার করে সবাইকে জানালেন। কয়েকমাস গুঞ্জনের পর গতমাসে প্রেমিক ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছিলেন গাগা। এবার বুঝিয়ে দিলেন যে এই সম্পর্কে বেশ খুশি তিনি।