‘প্রেম আমার ২’র জন্য সিলেটে পূজা
কলকাতার ব্যবসা সফল ছবি ‘প্রেম আমার’। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটি ২০০৯ সালে মুক্তি পেয়েছিল। সোহম-পায়েল জুটির ছবিটি মুক্তির পর বেশ জনপ্রিয়তা পায়। এবার ছবিটির সিক্যুয়েল নির্মাণ করছেন রাজ চক্রবর্তী। তবে এবার তিনি পরিচালক নন প্রযোজক। তার জায়গায় ছবিটি পরিচালনা করছেন কলকাতার আরেক পরিচালক বিদুলা ভট্টাচার্য। এতে অভিনয় করছেন বাংলাদেশের পূজা চেরি ও কলকাতার অদ্রিত।
ছবিটির শুটিং শুরু হয় গত বছর। প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়ে থমকে থাকা সিনেমাটির বাকি অংশের দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে বাংলাদেশে। সিলেটের জাফলং, তামাবিলসহ বেশ কয়েকটি লোকেশনে চলছে ‘প্রেম আমার ২’য়ের শুটিং।
দুই বাংলায় মুক্তি দেয়ার লক্ষে নির্মিত হচ্ছে ‘প্রেম আমার ২’। গত ১১ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানালেন ছবিটির নায়িকা পূজা চেরি।
সমকাল অনলাইনকে পূজা বলেন, ‘‘সিলেটের দারুণ লোকেশনে ছবিটির শুটিং করছি। টানা একমাস এখানে ছবিটির শুটিং হবে। আমার বিশ্বাস ‘প্রেম আমার ২’ দারুণ একটি ছবি হবে।’’
ছবিটি বাংলাদেশে মুক্তি দেবে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।