প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সমস্ত অর্থ নিকের জন্য বিলিয়ে দিচ্ছেন
মার্কিন পপস্টার নিক জোনাস ছাব্বিশে পড়লেন। আর তাঁর ২৬ বছরের জন্মদিনে বান্ধবী প্রিয়াঙ্কা চোপড়া কি করলেন?
নিকের ২৬ বছরের জন্মদিনে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর সমস্ত অর্থ তিনি নিক-কে দিতে পারেন। নিকের জন্য তিনি জীবনের সমস্ত অর্থ এবং সঞ্চয় বিলিয়ে দিতে কোনওভাবে পিছপা হবেন না।
বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া মুম্বইতে ইতিমধ্যেই মার্কিন পপস্টারের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। নিয়ম মেনে রোকা পালনের পর ধুমধাম করে হয় নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টি। এনগেজমেন্ট পার্টি উপলক্ষে সেখানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠরা।
আলিয়া ভাট থেকে বিশাল ভরদ্বাজ, সঞ্জয় লীলা বনশালিরা সেখানে হাজির হন নিক, প্রিয়াঙ্কাকে আশির্বাদ করতে। শুধু বলিউড সেলেবরাই নন, নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টিতে হাজির হন আম্বানিরাও।
নিকের সঙ্গে এনগেজমেন্ট-এর পর শিগগিরই বিয়ে সারবেন প্রিয়াঙ্কা চোপড়া। হাওয়াই নিকর অন্যতম পছন্দের জায়গা। তাই হাওয়াইতে একান্তে বিয়ে সারতে চান নিক-প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, নিকের সঙ্গে সাতপাক ঘোরার সময় যাতে ঘনিষ্ঠরা ছাড়া অন্য কেউ হাজির না হন, সেই কারণেই একেবারে সাদাসিধেভাবে বিয়ে সারতে চান বলেও জানান প্রিয়াঙ্কা চোপড়া।