পিয়ার ক্যারিয়ারের বাঁকবদল

Spread the love

জান্নাতুল পিয়া। নিজের ক্যারিয়ারের বাঁকবদল করেছেন অনেকবার। মডেলিংয়ে আন্তর্জাতিক খ্যাতি আনবার পরও শুধু সেটা নিয়েই পড়ে থাকেননি তিনি। পিয়ার মতে, ‘আমার কাছে নিজের জীবনে সুখ,স্বচ্ছন্দ, পরিবার সন্তান সবকিছু মিলিয়েই পরিপূর্ণ থাকতে ইচ্ছে করে। কোনো কিছু নিয়েই পাগলের মতো পড়ে থাকা। ঐ শীর্ষ অবস্থান না পেলে আমি মরে যাবো— এধরনের অদ্ভুত হাহাকার আমার ভেতরে তাড়া করেনি কখনও।’

এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে তার লেখা ‘কৈশর থেকে যৌবনের গল্প’। এদেশে তারকারা নিজের আত্মজীবনী মূলত অবসরে যাবার সময় বা বৃদ্ধ বয়সেই লেখেন। পিয়া এখানেও যেন ব্যতিক্রম। নিজের স্ট্রাগলের গল্পগুলি তুলে ধরলেন তিনি তার প্রথম গ্রন্থে।

যদি নিজের জীবনের বায়োপিক কেউ নির্মাণ করতে চায়? এমন প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, ‘আমার মনে হয়, অমসৃণ, অনেক স্ট্রাগলের জীবনের গল্পগুলো দারুণ হয়। সেক্ষেত্রে মুভি তৈরি হলে মন্দ হবে না।’

অভিনয় থেকে আপাতত স্বেচ্ছা বিরতি নিয়েছেন। ভাল গল্প আর প্রডাকশন হলেই তবে সিনেমা করবেন। এখন আইন পেশায় ভীষণ সিরিয়াস তিনি।

আর নতুন মুভির খবর জানাতে গিয়ে বললেন, ‘ভাল প্রডাকশনের কাজ কয়টা হচ্ছে বলুন? সেভাবে কথা হলে, কাজ এগুলো অবশ্যই করবো। কিন্তু অভিনয় আমাকে করতে হবে বলে গড়পড়তা কাজ করে যাবো। ঐ দলে থাকতে চাই না।’

বই লেখাটা নিয়মিত হবে কিনা জানতে চাইলে বলেন, ‘এটা তো আমার খেরোখাতা। জীবনের গল্প। ফিকশন লেখাটা অনেক বড় ব্যাপার। আগে কিছু লিখি তারপর হয়তো পরের বই বের করতে পারবো কি না জানাবো।’