পঞ্চম আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

Spread the love

আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আসছে জানুয়ারীতে অনুষ্ঠিতব্য চলচ্চিত্রের এ আন্তর্জাতিক উৎসবের আয়োজন প্রস্তুতি প্রায় শেষ। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান নিয়ে আগামী ১০-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর মধ্যে আগামী ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে উৎসবের উল্লেখযোগ্য ও আলোচিত ইভেন্ট ‘পঞ্চম আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলন’।

প্রতিবারের মতো এবারও রাজধানীর আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ আয়োজন। উৎসব কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন এ কনফারেন্সে। বর্তমান বিশ্বে নারী নির্মাতা-কলাকুশলীদের অবস্থা ও কর্মতৎপরতা নিয়ে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তোরণের উপায় নিয়ে মতবিনিময় করবেন বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতা ও সংশ্লিষ্টরা। বৈশ্বিক উন্নয়নে নারীর অন্তর্নিহিত গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে এই কনফারেন্সে আলোকপাত করা হবে। সারাবিশ্বেই সর্বক্ষেত্রে ইতবাচক ও নেতিবাচক উভয়ভাবেই নারীর অবস্থার অসংখ্য পরিবর্তন ঘটছে।

তাই বাংলাদেশের মত একটি দেশে এ ধরনের নারী নির্মাতা সম্মেলন আয়োজন করার এটাই উৎকৃষ্ট সময়। রেইনবো ফিল্ম সোসাইটির নিয়মিত এই বৃহৎ আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আহ্বান জানানো হয়েছে দেশীয় চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র জমা দিতে। এবারের উৎসবের জন্য ইতিমধ্যেই দুই শতাধিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রগুলো এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশন-এ প্রদর্শিত হবে।