নিজের সিনেমায় কণ্ঠ দিলেন সিয়াম
ছিলেন ছোট পর্দার তারকা। আসন গড়লেন বড় পর্দায়। তিনি সিয়াম আহমেদ। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পোড়ামন টু’ সিনেমা মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পান এই হিরো। সিনেমাতে তার অভিনয় দর্শকরা পছন্দ করেছে। রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন টু’ এর পর নির্মাতার নতুন সিনেমা ‘দহন’-এও নায়ক হিসেবে রয়েছেন সিয়াম। এ সিনেমাতে অভিনয়ের পাশাপাশি একটি গানেও কণ্ঠ দিয়েছেন সিয়াম।
এ প্রসঙ্গে সিয়াম বলেন, এটা সত্যিই আমার জন্য একটি স্পেশাল দিন ছিল। আমি সম্প্রতি অফিসিয়ালি কোনো ছবির গানে ভয়েস দিলাম। তবে আমার কণ্ঠে পুরো গানটি কাউকে শুনতে হবে না তাই ভয় পাওয়ার কিছু নেই। আমি কেবল গানের র্যাপ অংশটা করেছি। গানটির নাম ‘মাতাল’। ‘দহন’ সিনেমায় আমার চরিত্রের নাম তুলা। মূলত এ চরিত্রের ইন্ট্রোডিউসিং সং হচ্ছে এ গানটি।
‘মাতাল’ শিরোনামের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। ‘মাতাল’ গানের মূল কণ্ঠশিল্পী বাংলাদেশি আইডলের আরিফ। মাইক্রোফোন হাতে নেয়ার পর সিয়াম র্যাপটি বেশ ভালোভাবে করেছেন বলেও জানিয়েছেন আকাশ সেন। জাজের প্রযোজনায় ‘দহন’ সিনেমাতে সিয়ামের বিপরীতে রয়েছেন পূজা চেরি।