নিজের চোখ দান করলেন বাঁধন

Spread the love

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলেছেন অভিনেত্রী। এবার নতুন ঘোষণা দিলেন বাঁধন। মরণোত্তর চক্ষু দান করলেন তিনি। ২৫ নভেম্বর সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজধানীর কাঁটাবনে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী।

সেখানে মরণোত্তর চক্ষুদান করার ঘোষণা দেন এই লাক্স তারকা সুন্দরী। এ সময় আরও চক্ষুদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান। এ বিষয়ে বাঁধন বলেন, ‘আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। যখন আমি পৃথিবীতে থাকবো না তখন আমার এই দুই চোখ দিয়ে যদি অন্য একটি মানুষ পৃথিবীর আলো দেখতে পায়, সেটাই হবে আমার বড় পাওয়া।’ উল্লেখ্য, বাঁধন অভিনয়ের পাশাপাশি একজন ডেন্টিস্ট। তিনি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচিত সদস্য।