নাদিমের বিশ্বরেকর্ড ১০ রানে ৮ উইকেট

Spread the love

বাঁ-হাতি এই স্পিনার রাজস্থানের বিরুদ্ধে ১০ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন মাত্র ১০ রান৷ ৪টি মেডেনসহ নিয়েছেন ৮ উইকেট৷ ভারতের বিজয় হাজারে ট্রফির ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১০ রানে ৮ উইকেট তুলে নিয়ে বৃহস্পতিবার নজির গড়লেন ঝাড়খন্ডের স্পিনার শাহবাজ নাদিম।

এর আগে ‘লিস্ট এ’ ক্রিকেটে সেরা বোলিং ফিগার ছিল এক ভারতীয়রই৷ ১৯৯৭-৯৮ ক্রিকেট মরশুমে দিল্লির বাঁ-হাতি স্পিনার রাহুল সাংভি হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১৫ রান খরচ করে ৮টি উইকেট পেয়েছিলেন৷

২০০১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ১৯ রানের বিনিময়ে আট উইকেট নিয়েছিলেন এক ইনিংসে। এছাড়া ১৯৮৮ সালে সাসেক্সের বিরুদ্ধে কাউন্টির ম্যাচে ডার্বিশায়ারের হয়ে সাবক ক্যারিবিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিং ২১ রানের বিনিময়ে আট উইকেট নিয়েছিলেন। ‌‌

শাহবাজ নাদিম জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত খেলার সুযোগ না পেলেও বিশ্বরেকর্ড গড়ে ফেললেন৷ সাম্প্রতিক সময়ে ঝাড়খন্ড দলের হয়ে শাহবাজ ধারাবাহিকভাবে ফল করছেন৷ সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলেছেন তিনি৷ ২৯ বছরের স্পিনার এখনও পর্যন্ত ৯৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩৭৫ উইকেট পেয়েছেন৷

৮৭টি লিস্ট এ ম্যাচে ১২৪ উইকেট পেয়েছেন৷ আইপিএল ও অনান্য টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ১০৯ ম্যাচে নাদিমের উইকেট সংখ্যা ৮৯৷ এবার ‘লিস্ট এ’ ক্রিকেটে আট উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন শাহবাজ৷ তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে মাত্র ২৮.৩ ওভারে ৭৩ রানে রাজস্থানের ইনিংস গুটিয়ে যায়৷ জবাবে ১৪.৩ ওভারের তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ঝাড়খন্ড৷