‘নতুন মুখের সন্ধানে’র যাত্রা শুরু আজ

Spread the love

চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে শুরু হচ্ছে চলচ্চিত্রে নতুন শিল্পী সন্ধানের আয়োজন ‘নতুন মুখের সন্ধানে’। দীর্ঘ ২৭ বছর পর চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে এটি হতে যাচ্ছে। তবে এতে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ। আজ সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ‘নতুন মুখের সন্ধানে’র নিবন্ধন কার্যক্রম শুরু হবে। বিকেল ৫টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসান ইমামের উপস্থিতিতে এর যাত্রা শুরু হবে। আজ থেকেই শুরু হবে অনলাইনে রেজিস্ট্রেশন।

চলবে এক মাস পর্যন্ত। এরপর শুরু হবে বিভাগীয় পর্যায়ের বাছাই কার্যক্রম। সেখানে থেকে যারা ইয়েস কার্ড পাবেন, তারা ঢাকায় এসে অংশ নেবেন গ্রুমিংয়ে। এরপর প্রতিযোগীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়। আজ এই আয়োজনের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন চিত্রনায়ক ফেরদৌস, সাইমন, জায়েদ খান, চিত্রনায়িকা পূর্ণিমা, মাহিয়া মাহি ও আঁচল। সাংস্কৃতিক আয়োজনটি উপস্থাপনা করবেন জান্নাতুল ফেরদৌস পিয়া ও শাহরিয়ার নাজিম জয়।

সাংস্কৃতিক আয়োজনের কোরিওগ্রাফি করছে ঈগল ডান্স গ্রুপ। ১৯৮৪ সালের ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না, সোহেল চৌধুরী, আমিন খান, চিত্রনায়িকা দিতি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকেই। এদের প্রত্যেকেই চলচ্চিত্র অভিনয়ে রেখেছেন প্রতিভার স্বাক্ষর।