ঢালিউডের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে ‘ভারা’ নামে একটি ফ্যাশন হাউজ চালু করার ঘোষণা দিয়েছিলেন তিনি। কথা ছিল মাহির জন্মদিন ২৭ অক্টোবরে ফ্যাশন হাউজটি উদ্বোধন করবেন অভিনেত্রী। কিন্তু অক্টোবর শেষ, নভেম্বরও শেষের পথে। এখনও চালু হয়নি মাহির সেই ফ্যাশন হাউজ। সম্প্রতি মাহি জানান, ‘এখনও অনেক কাজ বাকি আছে। তাই চালু করা সম্ভব হয়নি। সব কাজ শেষ করে আগামী জানুয়ারিতে ‘ভারা’ চালু করব।
এটা আমার স্বপ্নের একটা প্রজেক্ট। যখন অভিনয়ে থাকব না, তখন এই ফ্যাশন হাউজ নিয়ে ব্যস্ত থাকব।’ নায়িকা বলেন, ‘এখানে নারী-পুরুষ ও শিশুদের জন্য পোশাক থাকবে। যেগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা। অনেক আগে থেকেই এমন একটা কিছু করার ইচ্ছা ছিল। যেখানে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। তাছাড়া নতুন কিছু দাঁড় করাতে গেলে একটু সময় তো লাগবেই।’ উল্লেখ্য, মাহির ফ্যাশন হাউজটির শো-রুম হবে রাজধানীর উত্তরায়।