দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

Spread the love

চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি স্টেজ শোতে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন। দেশটিতে বসবাসরত বাঙালি কমিউনিটিরই উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিতেই তার এ সফর।

২৩ সেপ্টেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার সিউলে আনসান ওয়া স্টেডিয়ামে। অপু বিশ্বাস বলেন, ‘অভিনয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছি এখন। সে ধারাবাহিকতায় কোরিয়া যাওয়া।

অনুষ্ঠানে আমি নাচের পারফর্ম করব আশা করছি, বিভিন্ন দেশের মতো সেখানেও বাংলাদেশিদের আনন্দ দিতে পারব। যাওয়ার আগে এখান থেকেই প্র্যাকটিস করে যাচ্ছি।’ গেল সপ্তাহেই দুবাই থেকে শো করে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। এদিকে তিনি এরই মধ্যে প্রায় শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ ছবির কাজ।