ত্বকের যত্ন নিন গোলাপ জল দিয়ে

Spread the love

ত্বক ভালো রাখতে অনেকেই দামি টোনার ব্যবহার করেন । কিন্তু গোলাপ জল অন্য যেকোন টোনারের চেয়ে দারুন কাজ কর এটা হয়তো আমরা অনেকেই জানি না। ত্বকের যত্নে গোলাপ জলের তাই জুড়ি নেই। এতে থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান ত্বক মসৃণ করতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বকের শুষ্কতা দূর করে।

এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এটি ত্বকে জমে থাকা ময়লা ও তেলতেলে ভাব দূর করে। অনেকসময় আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। তখন গোলাপ জল এর প্রতিষেধক হিসেবে কাজ করে। এটা ব্যবহারে ত্বক উজ্জ্বল দেখায়।

হাতের কাছে রিমুভার খুঁজে না পেলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। গোলাপ জলের মধ্যে কয়েক ফোটা নারকেল তেল মিশিয়ে ক্লিনজিং হিসেবে এটি ব্যবহার করতে পারেন।

চোখের যত্নেও গোলাপ জল ব্যবহার করা যায়। সামান্য গোলপা জলে তুলা ভিজিয়ে চোখের ওপরে কিছুক্ষন আলতো ভাবে তুলাটা চেপে রাখুন। এটি আপনার চোখের ক্লান্তি দূর করতে সাহায্য করবে।

গোলাপ জলের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে লাগালে ব্রনের সমস্যা দূর হয়। যারা ব্রনের সমস্যায় ভূগছেন তারা এই মিশ্রনটি লাগাতে পারেন আক্রান্ত স্থানে। তারপর ২০ মিনিট পরে মুখটা ধুয়ে ফেলুন। তাহলে উপকার পাবেন। তাই নিয়মিত গোলাপ জল ব্যবহার করুন।