ঢাকায় আসছেন না কলকাতার নুসরাত
কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত নতুন সিনেমা ‘নাকাব’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২১ সেপ্টেম্বর। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পাশপাশি বাংলাদেশেও সাফটা চুক্তির আওতায় মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির নায়ক হিসেবে রয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নায়িকা হিসেবে রয়েছেন কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা।
প্রথমে সিনেমাটির প্রচারণার জন্য সায়ন্তিকা আসার কথা থাকলেও পরে জানা যায় তিনি না নুসরাত জাহান আসবেন ঢাকায়। বাংলাদেশ থেকে সিনেমাটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
জাজের সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর নুসরতের ঢাকায় আসার কথা থাকলেও তিনি আসতে পারছেন না। পরে নতুন তারিখ চূড়ান্ত হলে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।