ডিসেম্বরে নুসরাত ফারিয়ার ‘ডি ফর ড্যান্স’

Spread the love

হালের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে চলছে তার ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং। সিনেমাতে তার হিরো ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার শাকিব খান। এই প্রথম শাকিবের বিপরীতে স্ক্রিন শেয়ার করছেন নায়িকা। ফলে এর মধ্য দিয়ে আবারও পুরনো ব্যস্ততায় ফিরে এলেন ফারিয়া। ‘শাহেনশাহ’র কাজ শেষ হলেই নতুন সিনেমা ‘ডি ফর ড্যান্স’-এর শুটিং শুরু করবেন তিনি।

এ সিনেমায় ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘শাহেনশাহ’ সিনেমার অনেক আগেই। এই সিনেমাতে ফারিয়ার নায়ক কলকাতার সুপারস্টার অঙ্কুশ হাজরা। এ বিষয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘ডিসেম্বরের শেষ দিকে ‘ডি ফর ড্যান্স’-এর শুটিং শুরু হবে।’ এটি প্রযোজনা করছেন শ্রী ভেক্টটেশ ফিল্মস। পরিচালনা চেয়ারে রয়েছেন কলকাতার নামকরা চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার বাবা যাদব। এতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করার কথা ছিল কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস পরে নুসরাত ফারিয়াকে নির্বাচন করে।