টিজারেই মাত ‘২.০

Spread the love

ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টু পয়েন্ট জিরো’র টিজার এখন দুনিয়া কাঁপাচ্ছে। মুক্তির প্রথম দিনেই হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণ মিলিয়ে এ টিজার দেখা হয়েছে ৩ কোটি ২৪ লাখ বারেরও বেশি। গনেশ চতুর্থীতে থ্রিডি ও টুডি ফরম্যাটে মুক্তি দেওয়া হয়েছে ‘টু পয়েন্ট জিরো’র টিজার। এরপর ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি ইউটিউবে ২ কোটি ৪৮ লাখ বার, ফেসবুকে ৪১ লাখ বার ও ইনস্টাগ্রামে দেখা হয়েছে ৩৫ লাখ বার।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন্স টুইটারে এই পরিসংখ্যান দিয়েছে। ‘টু পয়েন্ট জিরো’ হলো রজনীকান্তর ‘রোবট’ (২০১০) সিনেমার সিক্যুয়েল। এবারের সিনেমাও পরিচালনা করেছেন এস শঙ্কর। নতুন পর্বে ড. বাসিগারান ও তার সৃষ্টি করা রোবট চিত্তিকে পুরনো শত্রুতা ভুলে একজোট হয়ে নতুন শত্রুর মোকাবিলা করতে দেখা যাবে।