নাট্যাভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। টিভি নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী একটা সময় ছিল যখন তিনি নিজের সু অভিনয় দিয়ে সবার নজর কেড়েছেন। যে কোন চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে অভিনয় করে দর্শক মহলে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। এখনও নিয়মিত নাটকে অভিনয় করছেন ছন্দা। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে মাত্র দুটি চিলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে একটি হচ্ছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’।
‘অর্পিতা’ সিনেমাতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সাধারণত নাম ভূমিকায় অভিনয় করার জন্য চরিত্র খুব কমই তৈরি হয়।
ক্যারিয়ারের প্রথম সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করায় বেশ উৎফুল্ল ছন্দা। চলতি মাসেই এটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পাওয়নি। পরিচালক সূত্রে জানা গেছে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘অর্পিতা’।
এ সিনেমাতে অভিনয় প্রসঙ্গে ছন্দা বলেন, ‘সিনেমায় প্রথম অভিনয় এবং প্রথম ছবিতেই নাম ভূমিকায় অভিনয় করতে পারাটা সত্যিই সৌভাগ্যের বিষয়। যদি আরেকটু কম চাপ নিয়ে কাজটা করতে পারতাম তাহলে হয়তো আরও ভালোভাবে শেষ করতে পারতাম। তবে যতটুকুই হয়েছে, যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। আমি আশাবাদী ছবিটি দর্শকের ভালো লাগবে। কারণ এ ছবিতে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য একটি মেসেজ আছে।’
অপরদিকে নারগিস আক্তারের পরিচালনায় ‘যৈবতী কন্যার মন’ নামে আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন ছন্দা।
এছাড়া তার অভিনীত জসীম আহমেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’ শিগগিরই আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হবে বলে।