জয়া আহসান ‘ভুল মানুষকে বিয়ে করতে চায় না’

Spread the love

জয়া আহসান ২০০৪ সালে ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অর্ধ যুগ পর অর্থাৎ ২০১০ সালে ‘ডুবসাঁতার’ সিনেমায় অভিনয় করেন। ২০১১ সালে ‘ফিরে এসো বেহুলা’ ও ‘গেরিলা’ সিনেমায় অভিনয় করেন। তবে ‘গেরিলা’ সিনেমাটি জয়াকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া আহসান মডেল ফয়সাল আহসানকে। কিন্তু ২০১১ সালে বিবাহবিচ্ছেদ ঘটে এই জুটির। তারপর চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েন, অভিনয় করেন ওপার বাংলার সিনেমাতেও। অল্প সময়ের মধ্যে দুই বাংলার প্রিয় মুখ হয়ে ওঠেন জয়া। অনেকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও এসব গুঞ্জন মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন এই নায়িকা।

জয়া আহসান সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন। টলিউড থেকে নাকি অনেক বিয়ের প্রস্তাব পাচ্ছেন? সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে জয়া বলেন, ‘সেটাই স্বাভাবিক নয় কি? বিয়ের তো বয়স হচ্ছে, বলুন! বিয়ের প্রস্তাব পাওয়াটা তো ভালো কথা।’

পাত্র পছন্দ হয়েছে কিনা জানতে চাইলে জয়া বলেন, ‘আসলে বিয়ের কথা সেভাবে এখনো ভাবিনি। বিয়ে নিয়ে একটা ভয় কাজ করে। অনেকদিন ধরে তো স্বাধীনভাবে জীবনযাপন করছি। তাই ভয়টা আরো বেশি। বিয়ে করে যদি, দু’জনের মিল না হয়, তখন কী হবে! আমি চাই, যখন বিয়েটা করব, তখন সেটা ভেবেচিন্তেই করব। বিয়েটা দীর্ঘস্থায়ী হোক, সেটাই আমার সবচেয়ে বড় চেষ্টা থাকবে। তাই ভুল মানুষকে বিয়ে করতে চাই না।’

বেশ কিছু দিন ঢাকায় থেকে গত বৃহস্পতিবার কলকাতায় গিয়েছেন তিনি। গত শুক্রবার মুক্তি পেয়েছে জয়া অভিনীত টলিউডের ‘ক্রিসক্রস’ সিনেমা। বৈষম্যমূলক আচরণের শিকার হওয়া কলকাতার পাঁচ মেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। এটি পরিচালনা করেছেন কলকাতার বিরসা দাসগুপ্ত।