জন্মদিনে কি করবেন পরীমনি
পরীমনি। জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন। প্রতিনিয়ত নিজেকে তুলে ধরছেন ভিন্নরূপে। ঢাকাই সিনেমার এ অভিনেত্রীর আজ জন্মদিন। নিজের জন্মদিন এলেই তিনি তার নানিকে মিস করেন। কারণ চলচ্চিত্রে যখন তার যাত্রা শুরু হয় সে সময়ই তার নানি তাকে ছেড়ে চলে যান। বছরের অন্য দিনগুলো ব্যস্ততায় কাটলেও জন্মদিন নিজের মতো করেই কাটাতে ভালো লাগে তার। নিজের জন্মদিন নিয়ে তিনি বলেন, সকল পাঠকদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে আমি আমার অগণিত ভক্তকে বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ আর সুন্দরভাবে বেঁচে থাকতে পারি।
আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করব। এটাই আমার জন্মদিনের একান্ত ভালো লাগা। এর পর সন্ধ্যায় আমার পরিচিত বন্ধুদের নিয়ে একটি গেট টুগেদারের আয়োজন করেছি। এখানেই আজ আমার ভক্তদের জন্য রয়েছে দারুণ এক সারপ্রাইজ। পরী বলেন, জন্মদিন এলেই মনে হয়, বয়স বেড়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি [হাসি], যদিও সবাই আমাকে এখনও পিচ্চি বলেই ডাকে। কী জানি কেন সবার কাছে আজও পিচ্চি, সেটা জানি না। তবে পিচ্চি শুনতে কিন্তু ভালোই লাগে। জন্মদিন এলেই আমি আমার নানিকে ভীষণ মিস করি। মনটাও ভীষণ খারাপ হয়ে যায়। তারপরও এ দিনটাতে নিজের মতো করে কাটানোর চেষ্টা করি।