চলে গেলেন দক্ষিণী সিনেমার নায়িকা সুবি সুরেশ

Spread the love

চলে গেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সুবি সুরেশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। খবর এনডিটিভির

জানা গেছে, বেশ কিছুদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন সুবি সুরেশ। ভারতের কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুবি তার ক্যারিয়ার শুরু করেন কৌতুকশিল্পী হিসেবে। অল্প সময়ের মধ্যে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন। ‘সিনেমালা’ সুবির বিখ্যাত কমেডি শো, যা দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়।

এ ছাড়াও মালয়ালম সিনেমাতেও অভিনয় করেছেন সুবি। এসবের মধ্যে রয়েছে ‘হ্যাপি হাজব্যান্ড’, ‘কনকনাসিমহসনম’সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা। প্রায় ২০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।