চমক দেখালেন ফ্যাশন আইকন আফজাল হোসেন

Spread the love

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেনের জন্ম ১৯৫৪ সালের ১৯ জুলাই। দেখতে দেখতে ৬৮ বসন্ত পার করে আজও তরুণদের ফ্যাশন আইকন বরেণ্য এই অভিনেতা। তার রুচিবোধ, পোশাকের স্টাইল, কথা বলার ভঙ্গি অনেকেই অনুসরণ করে থাকেন।

গুণী এই অভিনেতী এই সময়ে এসেও চমক দেখালেন। সম্প্রতি আফজাল হোসেনের ‘স্টাইলিশ’ কিছু ছবি প্রকাশ হয়ে ফেসবুকে। যা রীতিমত ভাইরালও হয়েছে। ছবিগুলো প্রকাশ করেছেন রায়নো আরিয়ান খান নামের এক ব্যক্তি।

ছবিগুলো পোস্ট করে তিনি লিখেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার অফ দ্যা মিলেনিয়াম অমিতাভ বচ্চন স্যার ৭৮ বছর বয়সে, তুখোড় অভিনেতা অনুপম খের স্যার ৬৭ বছর বয়সে, পারেশ রাওয়াল স্যার ৬৭ বছর বয়সে, নানা পাটেকার ৭২ বছর বয়সে, আন্নু কাপুর স্যার ৬৭ বছর বয়সে, বোমান ইরানী স্যার ৬৩ বছর বয়সে, নাসিরউদ্দিন শাহ স্যার ৭২ বছর বয়সে, পিয়ুশ মিশরা ৬৪ বছর বয়সে তাদের চলচিত্রে আজও নায়কের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করছে এবং জাতীয় পুরষ্কারসহ নানা পুরষ্কারে সম্মানিত হচ্ছেন।

তিনি লেখেন, ‘বাংলাদেশে আমরা আমাদের স্বর্নালী যুগের অভিনেতাদের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা তাদের নামই মনে নেই। এক সময় তাদের সৃজনশীল শিল্পকর্ম দ্বারা বাংলাদেশের স্বর্নালী যুগের ইতিহাস লেখা হয়েছিল। চলুন না আরেকবার সবাই মিলে তাদেরকে ফিরিয়ে আনি। দরকার তো শুধু ভালো গল্প, ভালো চরিত্র, ভালো নির্মাণ আর দলবদ্ধ চেষ্টা। আজ তাহলে ১ম পর্ব শুরু করি।’

এদিকে সম্প্রতি আফজাল হোসেন যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাতের ‘ওয়ান ইলেভেন’ সিনেমায়। যেখানে তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। খুব শিগগিরই সিনেমার কাজ শুরু হবে।

‘ওয়ান ইলেভেন’র গল্প লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। আর সংলাপে আছেন মোজাফফর হোসেন। সিনেমাটির চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মতিয়া বানু শুকু।