করিশ্মাকে কেনো ১৫টা লোক ঘিরে ধরেছিল….
করিশ্মা শর্মা হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ। ‘রাগিণী এম এম এস টু’-এর মতো ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। সেই অভিনেত্রী এ বার প্রকাশ্যে শেয়ার করলেন তাঁর জীবনের এক ভয়ঙ্কর কাহিনি।
করিশ্মাকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল। সেই ভয়ঙ্কর ঘটনার কথা ভেবে এখনও শিউরে ওঠেন তিনি।
করিশ্মার কথায়,‘‘আমি একবার ধর্মশালায় বেড়াতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। একটা মন্দিরে গিয়েছিলাম আমরা। নিজেদের মধ্যে গল্প করছি, ছবি তুলছি। হঠাৎই পিছনে তাকিয়ে দেখি জনা ১৫ লোক ঘিরে ধরেছে আমাদের। খুব বাজে ভাবে তাকাচ্ছে। এত ভয় পেয়ে গিয়েছিলাম, কোনও কথা বলতে পারছিলাম না।
শুধু মন্দিরে নয়, ওই ট্রিপে শপিংয়ের সময়ও নাকি করিশ্মাকে অনুসরণ করেছিলেন কয়েকজন। এমনকি, তাঁদের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও সে সময় মনে হয়েছিল অভিনেত্রীর। তবে এ ধরনের ঘটনা ঘটলেও তিনি দমে যাওয়ার পাত্রী নন বলে জানিয়েছেন করিশ্মা। ফের বেড়াতে যেতে চান বন্ধুদের সঙ্গে।