কণ্ঠশিল্পী শাকিব খান, গানে মাতাবেন ‘বীর’

Spread the love

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নতুন বছরের শুরুতে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘বীর’। গুণী পরিচালক কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমার প্রযোজক হিসেবে থাকবেন মোহম্মদ ইকবাল। সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে জয়া আহসান অথবা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীকে। এ প্রসঙ্গে প্রযোজক ইকবাল বলেন, ‘জয়া আহসানের সঙ্গে পাকা কথা হয়নি।

তবে প্রাথমিকভাবে তাকে বলা হয়েছে। ওদিকে শ্রাবন্তীও আমাদের ভাবনায় রয়েছে। এখনই সব বলতে পারছিনা।’ মজার বিষয় হচ্ছে এই সিনেমার মাধ্যমে প্রথবারের মতো কাজী হায়াতের সিনেমায় কাজ করবেন শাকিব খান। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। তবে চমক হচ্ছে ‘বীর’ সিনেমায় দ্বিতীয়বারের মতো কণ্ঠশিল্পী হিসেবে আবির্ভূত হবেন শাকিব। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক। উল্লেখ্য, এর আগে শাকিব খান ‘মনের জ্বালা’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন। এছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমার অডিও অ্যালবামে প্রকাশ পেয়েছিল শাকিব খানের কণ্ঠে আবৃত্তি।