এবার সেই ভাইরাল প্রিয়াকে নকল করলেন দিশা
চোখের জাদুতে অনলাইন দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করা মালায়ালাম তরুণী প্রিয়া প্রকাশকে নকল করলেন বলিউড অভিনেত্রী দিশা পাতানি। সম্প্রতি এই অভিনেত্রীর চোখের পলক ফেলাকে নকল করলেন এই বলিউড তারকা। একদম হুবহু প্রিয়ার মতোই স্কুলের পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
মূলত একটি নামি কোম্পানির কোল্ড কফির বিজ্ঞাপনে এমন রূপে হাজির হয়েছেন দিশা। যেখানে আরও বেশ কয়েকটি সাজে ‘এম.এস. ধোনি’খ্যাত অভিনেত্রীকে দেখা গেছে।
দিশা সর্বশেষ ‘বাঘি টু’ সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন। বর্তমানে তিনি সালমান খান অভিনীত ‘ভারত’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে আরও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও নোরা ফাতেহি। উল্লেখ্য, প্রিয়া প্রকাশ অভিনীত ‘অরু আদার লাভ’ সিনেমার ‘মানিকেয়া মালারায়া প্রভি’ শিরোনামের গানটি বহু মানুষের নজর কেড়েছে। তখন প্রিয়ার প্রশংসায় বলিউডের বহু জনপ্রিয় তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।